ফেব্রুয়ারি জুড়ে কেবল Ott রিলিজ। নতুন অনেক কিছুই দেখা যাবে এই মাসে। বেশ কিছু রোমান্টিক সিরিজ আছে সেই তালিকায়। আবার কিছু কমেডি পর্যন্ত রয়েছে। এবং সেই তালিকায় সিনেমাও কিন্তু রয়েছে। বেশ কিছু ছবি যেগুলি আলোচনায় ছিল, এমন কিছু সিনেমা রিলিজ করতে চলেছে। অন্যদিকে, দেখা যাচ্ছে ভাল কন্টেন্ট কিছু দেখা যেতে পারে এই মাসে।
বিগ ফিল্ম কিছু রিলিজ করছে এই মাসে। তাঁর মধ্যে যেমন গেম চেঞ্জার আছে, তেমনই আছে ডাকু মহারাজ। কিন্তু আরেকটি ছবিও, যা শেষ কিছুদিনে আলোচনায় ছিল সেটা নিয়ে না বললেই নয়।
বেবী জন: বরুণ ধাওয়ান, বামীকা এবং কীর্তি সুরেশ অভিনীত একশন ড্রামা, দেখা যেতে চলেছে এই মাসে। ফেব্রুয়ারির অন্তিম দিনে অর্থাৎ ২৮ তারিখ এই ছবি স্ট্রিম করতে চলেছে। দেখা যাবে প্রাইম ভিডিওতে।
ওপস! অব ক্যা হোগা?: শ্বেতা বসু প্রসাদ অভিনীত এই সিরিজ রিলিজ করতে চলেছে খুব শীঘ্রই। এটা একটা কমেডি ড্রামা সিরিজ। বেশ মজাদার কন্টেন্ট দেখতে যারা পছন্দ করেন, তাঁদের কাছে এটা ভাল লাগতে পারে। দেখা যাবে Disney Hotstar এ, ২০ ফেব্রুয়ারি থেকে।
দ্যা গ্রেট রাইভালরি ( ইন্ডিয়া vs পাকিস্তান ): যারা ক্রিকেটার অনুরাগী, যারা ক্রিকেট দেখতে ভালবাসেন, তাঁদের কাছে এই ডকু সিরিজ দারুণ হবে। অন্তত, পুরোনো সেই দিনের একটা আমেজ তাঁরা ফিরে পাবেন। ইন্ডিয়ান ব্যাটিং অর্ডার বনাম পাকিস্তান বোলিং অর্ডার, এই ডকু ফিকশনে সুনীল গাভাস্কার থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, সেহবাগ, শোয়েব আক্তারকে দেখা যাবে। রিলিজ করবে ৭ই ফেব্রুয়ারি।
দ্যা হোয়াইট লোটাস সিজন ৩: এর আগে দুটি সিজনে সাফল্য পাওয়ার পর ফের একবার দ্যা হোয়াইট লোটাস ফিরেভ থাইল্যান্ডের প্রেক্ষাপটে। এবং এই সিরিজে আবারও হোটেলের কর্মচারী থেকে বাকিদের জীবনের সঙ্গে নানা কিছু ঘটাবে। দেখা যাবে জিও সিনেমায়, ১৭ ফেব্রুয়ারি থেকে।
Marco/ মার্কো: উন্নি মুকুন্দোন অভিনীত এই সিনেমা অন্যতম চর্চিত ছবি। গতবছর ২০ ডিসেম্বর থিয়েটারে রিলিজ করে বেশ আলোচনায় আসে এই ছবি। এবং জানা গিয়েছে এই ছবি রিলিজ করছে ১৪ই ফেব্রুয়ারি।