Advertisment
Presenting Partner
Desktop GIF

OTT release This Week: ক্রাইম থ্রিলার না টপ ক্লাস রোম্যান্স? এই সপ্তাহে এই OTT রিলিজগুলি মিস করবেন না...

OTT release on Friday: আর মাত্র দুদিন। এই শুক্রবার রিলিজ করছে বেশ কয়েকটি ওয়েব সিরিজ-ছবি। যেগুলির অপেক্ষায় ছিলেন দর্শকরা। তাঁর মধ্যে কোনগুলি দেখা যেতে পারে?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ott this friday


সিনেমার পাশাপাশি OTT কিন্তু, এখন দর্শকদের মণিকোঠায় অন্যতম জায়গা করে নিয়েছে। মানুষ যতটা না সিনেমাহলে যান, তাঁর থেকে বেশিও নিজের মুঠোফোনে কাটান মানুষ। তাই OTT খুব কাছের হয়ে উঠেছে তাঁদের। এই ডিসেম্বরে কোন কোন সিরিজ আপনার মনোরঞ্জন করতে পারে?

Advertisment

আর মাত্র দুদিন। এই শুক্রবার রিলিজ করছে বেশ কয়েকটি ওয়েব সিরিজ। যেগুলির অপেক্ষায় ছিলেন দর্শকরা। তাঁর মধ্যে কোনগুলি দেখা যেতে পারে?

বান্দিশ ব্যান্ডিটস: রাধা এবং তামান্না ফের আসছেন নিজেদের চার্ম নিয়ে। এটি এর দ্বিতীয় সিজন। মিউজিক্যাল জার্নির এক অনন্য গল্প নিয়ে আসছে এই ছবি। আগামী ১৩ তারিখ থেকে প্রাইম ভিডিওতে দেখা যাবে এই সিরিজ। ঋত্বিক এবং শ্রেয়া, দুজনের গন্তব্য কোনদিকে মোড় নেয় সেটাই দেখার।

মিসম্যাচ সিজন ৩: দুটি সিরিজে সাংঘাতিক উত্তেজনা এবং রোমান্সের ভিন্ন গল্প রচনার পর আবারও ঋষি এবং ডিম্পল দুজনে ফিরছে। গত সিজনেও নিজেদের জন্য সঠিক পার্টনার খুজতে তাঁরা ব্যর্থ। এবার নিজেদের মধ্যেই নিজেকে খুঁজে পেলেন নাকি, ফের কোনও ডামাডোল। যদিও, এবারের সিরিজে বেশ কিছু নতুন মুখকে দেখা যাবে। তাই আকর্ষণীয় হতে চলেছে এই সিরিজ, একথাও পরিষ্কার। ১৩ তারিখ থেকে Netflix এ দেখা যাবে এই সিরিজ।

Advertisment

ডেসপাচ: মনোজ বাজপেয়ি অভিনীত এই ছবি। ক্রাইম থ্রিলার এই ড্রামা মুম্বাইয়ের এমন এক ঘটনাকে তুলে ধরেছে যা এক কর্মঠ সাংবাদিককে কেন্দ্র করে। তিনি এক বিপজ্জনক কেলেঙ্কারি ঘটনার উন্মোচন করে নিজের জীবন এবং কেরিয়ার দুটোকেই বিপদে এবং হুমকির মুখে ফেলে দিয়েছে। এই নিয়েই ফের একবার আসছেন মনোজ। ১৩ তারিখ থেকে এটিও দেখা যাবে Zee5 এ।

 

 

bollywood OTT Bollywood Actor
Advertisment