Advertisment

মিত্রোঁ ছবির সঙ্গে মোদির যোগসূত্র? কী বললেন পরিচালক নীতিন কাক্কারের!

জানা গিয়েছে তেলেগু ছবি পেল্লি চপুলু ছবির রিমেক এই ছবি। আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত পরিচালক জানিয়েছেন, এই ছবির হিন্দি ভার্সন তৈরির সুযোগ পেয়ে তিনি নিজেকে কৃতজ্ঞ বলেই মনে করছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
mitron

নিতিন কাক্কারের নতুন ছবি মিত্রোঁ।

কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে নিতিন কক্কর পরিচালিত পরবর্তী ছবি মিত্রোঁ। ছবির নাম শুনে অনেকেই মনে করছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে যোগসূত্র রয়েছে এই ছবির। তবে তাঁর নতুন ছবি মিত্রোঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে কোনও যোগসূত্র নেই এ কথা সাফ জানিয়েছেন পরিচালক নিজেই।

Advertisment

এ প্রসঙ্গে তিনি বলেন “বন্ধুত্বের কাহিনী নিয়ে গুজরাতের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। কাজেই পোশাক, সংলাপ থেকে শুরু করে ছবির সেট সমস্তটাই ওই প্রেক্ষাপটেই তৈরি। আসলে গুজরাতে বন্ধুদের মিত্রোঁ বা বা মিত্র বলেই সম্বোধন করা হয়।“ তিনি আরও জানান, “এ ক্ষেত্রে নরেন্দ্র মোদিকে নিয়ে কিছুই করা হয়নি। যে পদে তিনি রয়েছেন আমরা প্রত্যেকেই সেটাকে সম্মান জানাই এবং তাঁকে হেনস্তা করে কোনও সস্তা জনপ্রিয়তা পাওয়ার কোনও উদ্দেশ্য আমাদের নেই।“

আরও পড়ুন: সুন্দরী মহিলাদের সঙ্গে চমৎকার সময় কাটালেন শাহরুখ

জানা গিয়েছে তেলেগু ছবি পেল্লি চপুলু ছবির রিমেক এই ছবি। আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত পরিচালক জানিয়েছেন, এই ছবির হিন্দি ভার্সন তৈরির সুযোগ পেয়ে তিনি নিজেকে কৃতজ্ঞ বলেই মনে করছেন।

নিতিন বলেন,  নতুন করে এই ছবি তৈরি তাঁর কাছে চ্যালেঞ্জিং। কারণ চরিত্রগুলো এক তাকলেও, নতুন চিত্রনাট্য মানেই নয়া একটা জগৎ। গোটা ব্যাপারটা যে তাঁর কাছে খুবই এক্সাইটিং, সে কথা উল্লেখ করেছেন পরিচালক।

অনেকেই বলেন ব্যবসাগত দিক থেকে  রিমেক ছবি বানানোর ঝুঁকি অনেক কম এবং নিরাপদ।

নিতিন বলছেন, নিরাপদ  ছবি বানানোন কোনও নির্দিষ্ট ফর্মুলা হয়না।

তিনি বলেন “শুধুমাত্র নিরাপদ বলে কোনও ছবি বানানো উচিৎ নয়, ছবির চিত্রনাট্য ভাল লাগে তবেই কাজটা করা উচিত। সাফল্যের কোনও গ্যারান্টি নেই, কঠোর পরিশ্রম করে সাফল্যের আশা করা যায় মাত্র।।“

এ বছরের ১৪ সেপ্টেম্বর মুক্তি পাবে নিতিন কক্কর পরিচালিত এবং জ্যাকি ভাগনানি ও কৃতিকা অভিনীত মিত্রোঁ।

bollywood narendra modi
Advertisment