/indian-express-bangla/media/media_files/2025/09/15/owen-2025-09-15-12-30-32.jpg)
কে এই অভিনেতা?
মাত্র ১৫ বছর বয়সেই টেলিভিশন ইতিহাসে জায়গা করে নিলেন অ্যাডোলেসেন্স অভিনেতা ওয়েন কুপার। সিরিজটিতে তাঁর অভিনয়ের জন্য তিনি জিতলেন সেরা পার্শ্ব অভিনেতা (সীমিত বা অ্যান্থোলজি সিরিজ/ফিল্ম) বিভাগে এমি অ্যাওয়ার্ড— এবং এটাই তাঁর ক্যারিয়ারের প্রথম পুরস্কার।
প্রবীণদের পেছনে ফেলে জয়
এই বিভাগে ওয়েন, প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, জাভিয়ের বারডেম, বিল ক্যাম্প, পিটার সারসগার্ড, রব ডেলানি এবং সহ-অভিনেতা অ্যাশলে ওয়াল্টার্সের মতো অভিজ্ঞ তারকাদের সঙ্গে। তাঁদের সবাইকে টপকে তিনিই জিতে নিলেন স্বপ্নের ট্রফি।
এর আগে এমির সবচেয়ে কমবয়সী পুরস্কারজয়ী ছিলেন স্কট জ্যাকবি, যিনি ১৯৭৩ সালে ১৬ বছর বয়সে দ্যাট সার্টেন সামার ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতা হয়েছিলেন। অন্যদিকে, ১৪ বছর বয়সে সামথিং অ্যাবাউট অ্যামেলিয়ার জন্য রোকসানা জাল হয়েছিলেন সর্বকনিষ্ঠ সেরা পার্শ্ব অভিনেত্রী। এবার সেই তালিকায় যোগ হলো ওয়েন কুপারের নাম।
অভিনয়ে আসার গল্প
ওয়েনের অভিনয়যাত্রা শুরু হয়েছিল একেবারেই হঠাৎ। টুডামকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এক সকালে ঘুম থেকে উঠে হঠাৎ মনে হলো, আমি নাটকের ক্লাস করতে চাই। আগে আমি শুধু ফুটবল খেলতাম, তাই মা–বাবা অবাক হয়েছিলেন একথা শুনে। তবুও তাঁরা অনুমতি দেন। এরপর থেকেই সবকিছু বদলে যায়।”
একটি ছোট্ট এজেন্সিতে যোগ দিয়ে ওয়েন অ্যাডোলেসেন্স–এর জন্য একটি স্ব-টেপ জমা দেন। ৫০০-রও বেশি অডিশনের ভিড় থেকে তাকেই বেছে নেন কাস্টিং ডিরেক্টর শাহীন বেগ। তিনি বলেন, “ওয়েন ছিল একেবারেই স্বাভাবিক। ক্যামেরায় অসাধারণ লাগছিল তাঁকে। আর তাঁর অভিনয়ে ছিল সত্যিকারের আবেগ।”
শো–এর পরিচালক ফিলিপ বারান্তিনিওও জানিয়েছেন, ওয়েনের অডিশন টেপে জেমি চরিত্রের ভঙ্গুরতা ও আবেগের গভীরতা দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন।
এমিতে ওয়েনের আবেগঘন বক্তব্য
এমি জয়ের পর মঞ্চে ওয়েন বলেন, “কয়েক বছর আগে আমি কেবল নাটকের ক্লাস শুরু করেছিলাম। তখন ভাবিনি একদিন আমেরিকায় দাঁড়িয়ে এই মুহূর্তের সাক্ষী হবো। আজকের রাত প্রমাণ করে যে, যদি তুমি মনোযোগ দিয়ে শোনো, চেষ্টা করো এবং আরামের জায়গা থেকে বেরিয়ে আসো— তবে জীবনে যেকোনো কিছু সম্ভব। তিন বছর আগে আমি কিছুই ছিলাম না, আর আজ আমি এখানে দাঁড়িয়ে আছি। তুমি যদি লজ্জিত হও, তাতে কী আসে যায়? চেষ্টা করলে অসম্ভবও সম্ভব।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us