Advertisment
Presenting Partner
Desktop GIF

Padatik-Bangladesh: আন্দোলনের রোষে বাংলা ছবিও, 'অগ্নিগর্ভ' বাংলাদেশে মুক্তি পাবে না চঞ্চলের 'পদাতিক'?

Padatik-Chanchal Chowdhury: চঞ্চল চৌধুরী ওপার বাংলা স্বনামধন্য অভিনেতা। পদাতিক ছবিতে তিনি অভিনয় করছেন মৃণাল সেনের চরিত্রে। কিন্তু বাংলাদেশের বর্তমান উত্তাল পরিস্থিতিতে পদাতিক আদৌ সেইখানে মুক্তি পাচ্ছে কিনা, এই নিয়ে প্রশ্ন ছিল। কিন্তু বর্তমানে জানা গিয়েছে সেখানে এই ছবি এখন রিলিজ করছে না।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Padatik movie acted by chanchal chowdhury got no release in bangladesh

কী হতে চলেছে বাংলাদেশে পদাতিকের ভবিষ্যৎ?

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যতটা বলা হয় ততটাই কম। বেশ কিছুদিনের দেশের অন্তবর্তী কালীন অবস্থা খারাপ দিকে গড়িয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ত্যাগ করার পর, গণভবনের যে সব ভিডিও ভাইরাল হয়েছে, তাতে চমকে উঠেছেন অন্যান্যরা।

Advertisment

ঘটনা ঘটে যাওয়ার বেশ কয়েকদিন পরেও, বাংলাদেশের অবস্থা কিন্তু খুব সুখকর না। তারকারা বারবার ডাক দিয়েছেন সংযত হওয়ার। স্বাধীনতা উপভোগের পাশাপাশি দেশের সম্পদ এবং দেশের মানুষ যাতে আঘাত না পায়, এই কথাও তারা বলেছে। আর এবার তো বাংলাদেশের এহেন পরিস্থিতির বাংলা ছবি। আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে চঞ্চল চৌধুরী অভিনেতা থেকে মুক্তি পাওয়ার কথা বাংলাদেশ।

চঞ্চল চৌধুরী ওপার বাংলা স্বনামধন্য অভিনেতা। পদাতিক ছবিতে তিনি অভিনয় করছেন মৃণাল সেনের চরিত্রে। এই ছবি নিয়ে দুই বাংলাতেই উত্তেজনা ছিল। কিন্তু বাংলাদেশের বর্তমান উত্তাল পরিস্থিতিতে পদাতিক আদৌ সেইখানে মুক্তি পাচ্ছে কিনা, এই নিয়ে প্রশ্ন ছিল। কিন্তু বর্তমানে জানা গিয়েছে সেখানে এই ছবি এখন রিলিজ করছে না।

আরও পড়ুন - Pori Moni-Bangladesh: ‘বাড়ির বারান্দায় পর্যন্ত যেতে পারছি না…’, বাংলাদেশে ছেলেমেয়েকে নিয়ে বন্দি পরীমণি

কী জানা গিয়েছে?

আগুন জ্বলছে বাংলাদেশ। শান্তিতে থাকতে পারছেন না কেউই। ত্রাস সৃষ্টি হয়েছে মানুষের মনে। কিন্তু বর্তমানে যে অবস্থা বাংলাদেশের নানান জায়গায় সৃষ্টি হয়েছে, সেখানে দাঁড়িয়ে 'পদাতিক' এখনই রিলিজ করছে না পদ্মাপাড়ে। ছবির প্রযোজক ফিরদৌসোল হাসান জানিয়েছেন, ১৫ আগস্ট এদেশে এবং ১৬ ই আগস্ট বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। কিন্তু যতক্ষণ না বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই ছবি সেখানে রিলিজ করার কথা ভাবাও যাচ্ছেনা। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর সিদ্ধান্ত নেওয়ার পালা।

এই ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন চঞ্চল চৌধুরী এবং মনামী ঘোষ। মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করা নেহাত সহজ কথা নয়। এই ছবির জন্য নিজেকে, নানাভাবে ভেঙেছেন এবং গড়েছেন চঞ্চল। কিন্তু বর্তমানে তিনি বাংলাদেশে রয়েছেন। যা ঘটনা সেখানে ঘটছে, সেই রেশ কাটিয়ে আদৌ ভারতবর্ষে ছবির প্রচারে আসতে পারবেন কিনা, তাতেও সন্দেহ দেখা দিয়েছে।

পাশাপাশি এই ছবিতে অন্য ভূমিকায় রয়েছেন মনামী ঘোষ। তিনি অভিনয় করেছেন গীতা সেনের চরিত্রে। অর্থাৎ মৃণাল সেনের স্ত্রীর ভূমিকায়। ছবিটি পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়।

tollywood chanchal chowdhury Entertainment News
Advertisment