সীমান্ত পেরলো পাখির লাবণ্য! ‘এত সুন্দরী নায়িকা কোথায় কাজ করেন?’ মধুমিতায় মজে পাক ব্লগার

Madhumita Sarkar: সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লাভ সাইন দিয়েছিলেন বরুণ ধাওয়ান। এবার পড়শি দেশের ব্লগার জাফর আলি তাঁর রূপে মুগ্ধ।

Madhumita Sarkar: সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লাভ সাইন দিয়েছিলেন বরুণ ধাওয়ান। এবার পড়শি দেশের ব্লগার জাফর আলি তাঁর রূপে মুগ্ধ।

author-image
IE Bangla Web Desk
New Update
Madhumita Sarkar, Pak Blogger, You Tube

নিজের ইনস্টাগ্রামে জাফরের কীর্তি শেয়ার করেন অভিনেত্রী। ছবি: মধুমিতা সরকার/ইনস্টাগ্রাম

ছোট পর্দার পাখি ওরফে মধুমিতা সরকারের লাবণ্যে মজলেন পাক ব্লগার। সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লাভ সাইন দিয়েছিলেন বরুণ ধাওয়ান। এবার পড়শি দেশের ব্লগার জাফর আলি তাঁর রূপে মুগ্ধ। নিজের ইউটিউব চ্যানেলে তেমন ব্যাখ্যাই দিয়েছেন জাফর। তিনি এখন আন্তর্জাতিকভাবে প্রশংসিত, এই খবর বিভিন্নভাবে তাঁর কানে যেতেই আপ্লুত মধুমিতা। জাফরের প্রশংসার কাহিনী নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই অভিনেত্রী। দেখুন মধুমিতার শেয়ার করা সেই রিল:

Advertisment

ছোট পর্দার বাইরে বেরিয়ে সম্প্রতি বড় পর্দায় নিজের জনপ্রিয়তা বাড়িয়েছেন এই অভিনেত্রী। নেট মাধ্যমেও যথেষ্ট জনপ্রিয় তিনি। সোশাল মিডিয়ায় ছবি বা ভিডিও শেয়ার করলে হামলে পড়েন অনুরাগীরা। এভাবেই হঠাৎ জাফরের নজরে পড়ে যান মধুমিতা। তাঁর লাবন্য, সৌন্দর্য দেখে প্রথমে পাক ব্লগার ভেবেছিলেন মধুমিতা বলিউড কোনও অভিনেত্রী। কিন্তু তাঁর মুখে বাংলা শুনেই ভুল ভাঙে জাফরের।

Advertisment

মধুমিতার প্রশংসায় পঞ্চমুখ জাফরের প্রশ্ন, ‘এত সুন্দরী নায়িকা কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন?’ এমনকি তাঁর চোখের ইশারা, হাসি, কথা বলার ভঙ্গিতেও মজেছেন পাক ব্লগার। দেখুন জাফরের ইউটিউব ভিডিও:

আন্তর্জাতিক খ্যাতিতে আপ্লুত মধুমিতা জানিয়েছেন, ‘অতিমারি সুস্থ, স্বাভাবিক পরিবেশ নষ্ট করে দিয়েছে। ক্রমাগত কটাক্ষ, বিদ্বেষে জেরবার অভিনেতা-অভিনেত্রীরা। পাকিস্তানি ব্লগারের এই ভিডিয়ো তার মধ্যেও যেন আশার আলো। নিজের দেশের পাশাপাশি প্রতিবেশী দেশের নেটাগরিকেরাও আমায় দেখছেন। ভালবাসছেন, প্রশংসা করছেন। এটাই বা কম কী?’

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Madhumita Sarkar Tollywood Actress Pakistani Blogger