দিলীপ কুমার, রাজ কাপুরের পৈতৃক ভিটের দাম ধার্য করল পাকিস্তান সরকার

জানেন কত দাম উঠল দুই কিংবদন্তী অভিনেতার বাড়ির?

জানেন কত দাম উঠল দুই কিংবদন্তী অভিনেতার বাড়ির?

author-image
IE Bangla Web Desk
New Update
dilip-raj

বলিউডের দুই কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার (Dilip Kumar) এবং রাজ কাপুর (Raj Kapoor)। তাঁদের দুজনের পৈতৃক ভিটেই বর্তমান পাকিস্তানের পেশোয়ারে। সম্প্রতি বহু স্মৃতি বিজড়িত ভারতীয় দুই কিংবদন্তী অভিনেতার বাড়িরই দাম ধার্য করল পাক সরকার।

Advertisment

দীর্ঘকাল ধরেই প্রাসাদ সমতুল্য এই দুটি বাড়ি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। কোথাও চুন-সুরকি ঝরছে তো আবার কোথাও বা পলেস্তারা খসে পড়ছে। অভিভাবকহীন এই দুই বাড়ি জনমানবশূন্য হয়ে বহুকাল ধরেই এভাবে পড়ে রয়েছে। সেই বাড়ি দুটিরই এবার দাম ধার্য করা হল। অনেকদিন আগেই অবশ্য বাড়ি দুটি বিক্রি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। নতুবা ভেঙে ফেলার নির্দেশও এসেছিল। তবে এবার অবশেষে সরকারের তরফেই বাড়ি দুটি কিনে নেওয়ার প্রক্রিয়া শুরু হল। রাজ কাপুরের পৈতৃক ভিটের দাম ধার্য করা হয়েছে ১ কোটি ৫০ লক্ষ টাকা। আর দিলীপ কুমারের পৈতৃক বাড়ির দাম ৮০ লক্ষ ৫৬ হাজার টাকা।

প্রসঙ্গত গত সেপ্টেম্বর মাসেই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া রাজ্য সরকার এই দু'টি বাড়ি কিনে নিয়ে ন্যাশনাল হেরিটেজ-এর তালিকাভুক্ত করবে বলে মনস্থির করেছিল। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, পেশোয়ারের জেলা প্রশাসক মুহাম্মদ আলি আসগর জানিয়েছেন, দিলীপ কুমারের ভিটে চার মহল্লার, আর রাজ কাপুরের ভিটে ছয় মহল্লার। এদিকে পাক সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের তরফে বাড়ি দুটি ২ কোটি টাকায় বিক্রি করার জন্য স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ করা হয়েছে।

Advertisment

এপ্রসঙ্গে কাপুর হাভেলির বর্তমান মালিক আলি কাদেরের বক্তব্য, তিনি কখনোই চাননি যে ওই বাড়িটি বিক্রি হোক। তিনিই প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করে অনুরোধ করেছিলেন যে, সরকারের পক্ষ থেকে যেন এই বাড়িটিকে ন্যাশনাল হেরিটেজ হিসেবে ঘোষণা করেন। যদিও একসময়ে তাঁর বিরুদ্ধেই কোটি টাকা হাঁকিয়ে বাড়ি বিক্রির অভিযোগ উঠেছিল।

উল্লেখ্য, পেশোয়ারের কিস্সা খোয়ানি বাজারে রাজ কাপুরের সেই সুদর্শন হাভেলি তৈরি করেছিলেন তাঁর পিতামহ অর্থাৎ পৃথ্বীরাজ কাপুরের বাবা বাসেশ্বরনাথ কাপুর। পৃথ্বীরাজ এবং রাজ কাপুর, উভয়ের জন্মই ওই বাড়িতে। তবে দেশভাগের সময় কাপুর পরিবার পেশোয়ার ছেড়ে ভারতে এসে মুম্বইতে বসবাস করতে শুরু করেন। কাপুর হাভেলির অনতিদূরেই অবস্থিত দিলীপ কুমারের বাড়ি। যেটি কিনা প্রায় ১০০ বছরের পুরনো।

Dilip Kumar Raj Kapoor