Actress Tragic Death: ভয়ঙ্কর মৃত্যু অভিনেত্রীর। নিজের বাড়ি থেকেই উদ্ধার করা হল তাঁর দেহ। আর যেভাবে উদ্ধার করা হল, সাংঘাতিক। মৃত্যুর কারণ আজও অজানা। কিন্তু, এই অভিনেত্রীর অকাল মৃত্যুতে শোকের ছায়া বিনোদনমহলে। বয়স হয়েছিল মাত্র ৩২। আর তাঁর মধ্যেই সব শেষ। কী জানতে পারা যাচ্ছে?
পড়শি দেশের অভিনেত্রীর রহস্যমৃত্যু। নিজের করাচির বাড়িতেই মৃত অবস্থায় পড়েছিলেন প্রায় ২ সপ্তাহ মতো। অভিনেত্রী হুমায়রা আসগরের মরদেহ ইত্তেহাদ কমার্শিয়ালের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে। যে অবস্থায় মৃতদেহ বাড়ি থেকে বের করে আনা হয়েছে, শুনলে গায়ে কাঁটা দেবে। গত ৭ বছর ধরে তিনি ফ্ল্যাটে একাই থাকতেন। ডিআইজি জানান, বডি দেখেই তাঁদের মনে হয়েছিল সেটি অনেকদিনের পুরনো।
Alia Bhatt: লক্ষ লক্ষ টাকার জালিয়াতি! প্রতারণার অভিযোগে গ্রেফতার আলিয়া…
ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সৈয়দ আসাদ রাজা পাকিস্তানি গণমাধ্যমকে বলেন, বিকেল ৩টার দিকে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং দরজায় কোনো সাড়াশব্দ না পেয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ভিতরে ঢুকে তারা অভিনেত্রীর পচাগলা দেহ উদ্ধার করে। কিন্তু, কী কারণে মৃত্যু হয়েছে বছর ৩২ এর এই অভিনেত্রীর?
সুত্রের খবর, প্রাথমিক স্তরে এই মৃত্যুকে স্বাভাবিক হিসেবে বর্ণনা করা হলেও, ময়নাতদন্তের জন্য জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে। প্রক্রিয়াটির তত্ত্বাবধানকারী ড. সুমাইয়া সৈয়দ নিশ্চিত করেছেন যে দেহাবশেষগুলি পচে যাওয়ার মুখে। তাই, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করা আরও কঠিন হয়ে উঠছে। পুলিশ মারফত খবর, তদন্ত চলছে। তৎক্ষণাৎ ফরেনসিক দল পর্যন্ত ডাকা হয় সেখানে। এবং এও জানা যাচ্ছে তাঁর পরিবার থেকে এখনও কেউ আসেননি মৃত্যুর খবর জানার পরেও। ২০০৮ সালে শুরু করেন পথচলা। মডেলিং ছাড়া বেশ কয়েকটি টিভি শোয়ে কাজ করেছেন। কিন্তু, তাঁর পরিবারের তরফে কেন খোঁজ নেওয়া হল না, সেই নিয়েও উঠছে প্রশ্ন।