Atif Aslam: শোকে মূর্ছা গেলেন শিল্পী, চলে গেলেন কাছের মানুষ

খেয়াল করলে দেখা যাবে, ভারতীয় শিল্পী কেকে-র পর তিনি পড়শি দেশের শিল্পী হলেও, জায়গা করে নিয়েছিলেন। কিন্তু, লাগাতার তাঁদের তরফে আতঙ্কবাদী হামলা ...

খেয়াল করলে দেখা যাবে, ভারতীয় শিল্পী কেকে-র পর তিনি পড়শি দেশের শিল্পী হলেও, জায়গা করে নিয়েছিলেন। কিন্তু, লাগাতার তাঁদের তরফে আতঙ্কবাদী হামলা ...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Actor Passed away

হাত ছাড়লেন কাছের মানুষ ... Photograph: (ফাইল চিত্র)

বাবা - নামটাই এমন যে সঙ্গে থাকলেই যেন অনেক যুদ্ধ জয় করা যায়। শুধু তাই নয়, যে কাজ একেবারেই করা যাচ্ছে না, সেই কাজ বাবা করে দেবেন, সন্তানের মনে এমনই একটা ভাবনা থাকে। আর সেই বাবাই যখন তাঁকে একলা ফেলে রেখে না ফেরার দেশে, তখন সন্তান যে মানসিক ভাবেও যথেষ্ট ভেঙ্গে পড়েন। বাবাকে হারিয়ে পিতৃশোকে কাতর জনপ্রিয় গায়ক। 

Advertisment

প্রসঙ্গে আতিফ আসলাম। এই গায়ক, পাকিস্তানের হলেও ভারতে বেশ নাম করেন। এমনকি তাঁর গান মন ছুঁয়েছে ভারতীয়দের। এখানেই শেষ না। তাঁর কণ্ঠ যেভাবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। খেয়াল করলে দেখা যাবে, ভারতীয় শিল্পী কেকে-র পর তিনি পড়শি দেশের শিল্পী হলেও, জায়গা করে নিয়েছিলেন। কিন্তু, লাগাতার তাঁদের তরফে আতঙ্কবাদী হামলা এবং রাজনৈতিক ডামাডোল- পুলাওয়ামা অ্যাটাকের পর তাঁদের দেশ ছাড়তে বাধ্য করা হয়। এবং, কিছুমাস আগে পহেলগাঁও ঘটনার পর, আবারও সেই বিষয় চাগাড় দিয়ে ওঠে। 

গতকাল বাবাকে হারিয়েছেন এই শিল্পী। সমাজ মাধ্যমে তিনি সেই বিষয়ক পোস্ট দিয়েছিলেন। তাঁর বাবা তাঁর কাছে আয়রন ম্যান। বয়স হয়েছিল ৭৭ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। কিছুমাস আগেই হার্ট অ্যাটাক হয়েছিল তাঁর। তারপর সারভাইভ করেন কিছুদিন পর্যন্ত। কিন্তু, শেষরক্ষা হল না। ধীরে ধীরে শরীরে কমপ্লিকেশন বাড়তে থাকে। এবং মঙ্গলবার তিনি মারা যান। ছেলে আতিফের কাছে এই যন্ত্রণা পাহাড়প্রমাণ। শিল্পী লিখছেন... 

Advertisment

Atif Aslam

"আমার আয়রন ম্যানকে গুডবাই। ভালবাসায় এবং শান্তিতে থেকো। আমাদের সকলকে প্রার্থনায় রেখো।" বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন তিনি। তাঁর গালে আদর চুম্বন এঁকে দিচ্ছেন তিনি। যদিও তাঁর এই পোস্ট ভারতে দেখা যাচ্ছে না। তবে, অনেক তারকাই তাঁকে শোকবার্তা জানিয়েছেন। 

bollywood Entertainment News Entertainment News Today