/indian-express-bangla/media/media_files/2025/10/08/zubeen2-2025-10-08-10-54-40.jpg)
এই দৃশ্য দেখে চোখে জল আসবেই...
Zubeen Garg Death: গায়ক জুবিন গর্গের আকস্মিক প্রয়াণে ভক্ত ও সহশিল্পীদের মধ্যে গভীর শোক নেমে আসে। তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই দেশজুড়ে এবং দেশের বাইরে থেকেও সঙ্গীতপ্রেমীরা কিংবদন্তি অসমীয়া কণ্ঠশিল্পীকে শ্রদ্ধা জানাতে এগিয়ে আসেন।
পাকিস্তানের জনপ্রিয় পপ-রক ব্যান্ড খুদগর্জও জুবিন গর্গকে স্মরণে এক বিশেষ উদ্যোগ নেয়। সম্প্রতি করাচিতে এক অনুষ্ঠানে তারা গায়কের বিখ্যাত গান 'ইয়া আলি' পরিবেশন করে শ্রদ্ধা নিবেদন করে। ইনস্টাগ্রামে সেই পরিবেশনার একটি ক্লিপ শেয়ার করে ব্যান্ডটি লিখেছে, “করাচি থেকে ভালোবাসা রইল, জুবিন গর্গ—তুমি চিরকাল আমাদের প্লেলিস্টে থাকবে। ধন্যবাদ।”
ভিডিওতে দেখা যায়, দর্শকরা গভীর আবেগে গানটির সঙ্গে তাল মিলিয়ে অংশ নিচ্ছেন, আর ব্যান্ডের সদস্যরা উচ্ছ্বাস ও শ্রদ্ধা মিশিয়ে পরিবেশন করছেন গর্গের এই আইকনিক ট্র্যাকটি। এক সদস্য গিটার বাজাচ্ছেন, বাকিরা কণ্ঠে প্রাণ দিচ্ছেন- সব মিলিয়ে মঞ্চজুড়ে জুবিন গর্গের অমর সঙ্গীতের উদযাপন।
Bigg Boss: বড় বিপাকে বিগ বস, স্টুডিও বন্ধের নির্দেশ দিল দূষণ নিয়ন্ত্রণ বোর্ড!
ভিডিওটি দ্রুত ভাইরাল হয় এবং ইতিমধ্যেই প্রায় পাঁচ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে। নেটিজেনরা মন্তব্যের মাধ্যমে আবেগপ্রবণ প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, “জুবিন কতটা প্রিয় ছিলেন, তা আজ আরও স্পষ্ট। তিনি শুধু আসামে নয়, সারা বিশ্বে ভালোবাসা পেয়েছেন। সত্যিকারের এক কিংবদন্তি।”
আরেকজন মন্তব্য করেছেন, “আমাদের প্রিয় জুবিন গর্গের প্রতি ভালোবাসা দেখানোর জন্য ধন্যবাদ। তিনি মানবতার প্রতীক ছিলেন- মানুষ, প্রাণী এবং প্রকৃতির জন্য কাজ করেছেন, ধর্ম নয়, ভালোবাসার পথে চলেছেন।” তৃতীয় একজন লিখেছেন, “শিল্পের কোনও সীমানা নেই—এটাই তার প্রমাণ! আসাম, ভারত থেকে আপনাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা।”
একজন অন্য ব্যবহারকারী আক্ষেপ করে বলেছেন, “দুঃখের বিষয়, ভারতের বড় কোনও সঙ্গীত প্রতিষ্ঠান জুবিনের স্মরণে কিছু বলেনি, অথচ প্রতিবেশী দেশের শিল্পীরা এত হৃদয় থেকে শ্রদ্ধা জানিয়েছেন।”