/indian-express-bangla/media/media_files/2025/03/07/FEQBOvlmgk92zxPMLaPm.jpg)
নিজের মাথায় নিজেই গুলি করে আত্মঘাতী পামেলা
Pamela Bach Death: বিনোদুন জগতে ফের দুঃসংবাদ। আত্মহত্যা করলেন 'দেশিগার্ল' প্রিয়াঙ্কা চোপড়ার সহ অভিনেত্রী। মাত্র ৬২ বছর বয়সে নিজেকে শেষ করে ফেললেন অভিনেত্রী। ৫ মার্চ বুধবার নিজের বাড়ি থেকে উদ্ধার হয় 'বেওয়াচ' খ্যাত অভিনত্রী পামেলার নিথর দেহ। নিউ ইয়র্ক পোস্ট-এর রিপোর্ট মোতাবেক হলিউড হিলসের বাড়ি থেকে লস অ্যাঞ্জেলসের চিকিৎসক পামেলাকে মৃত্যু নিশ্চিত করেছেন। পামেলাকে দীর্ঘদিন ডেকেও যখন তাঁর কোনও সাড়া পায়নি তখন চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। রাত ১০ টা নাগাদ পামেলার বাড়িতে পৌঁছায় উদ্ধারকারী দল।
জানা যাচ্ছে, নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন পামেলা। ডেইলি মেইল ডট কমের রিপোর্ট অনুযায়ী, প্রিতবেশিরা জানিয়েছেন মৃত মা-কে দেখামাত্রই পামেলার মেয়ে কাদতে কাদতে ছুটে যায়। মাকে হারানোর যন্ত্রণায় রাস্তার মধ্যেই চিৎকার করে কাদছিলেন। বারবার একটাই কথা বলছিলেন, আমার গাড়িটা কোথায়? পামেলার প্রাক্তন স্বামী ডেভিড এই খবরে গভীর শোকজ্ঞাপন করেছেন।
এক বিবৃতিতে দুঃখপ্রকাশ করে বলেছেন, 'পামেলার মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যরা ভেঙে পড়েছে। এটা খুবই মর্মান্তিক একটি ঘটনা। কারও মনর অবস্থা ভাল নেই। কঠিন সময়ে যাঁরা পরিবারের পাশে আছেন তাঁদের প্রতি কৃতজ্ঞ। তবে একটাই অনুরোধ এই সময়ে একটু গোপনীয়তা বজায় রাখুন।' টেলি সিরিজ নাইট রাইডার-এর সেটে একে অপরের কাছাকাছি আসেন।
১৯৮৯-এ ডেভিডের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পামেলা। দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্কে থাকার পর ২০০৬-এ আলাদা হয় দুজনের পথ। দুই সন্তানকে নিয়ে একাই থাকতেন তিনি। মৃত্যুর দু'মাস আগেই নববর্ষে একটি পারিবারিক ছবি পোস্ট করে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছিলেন প্রয়াত অভিনেত্রী পামেলা। এটিই ছিল পামেলার শেষ ইনস্টা পোস্ট। ১৯৭০-এ অভিনয় জগতে পা রাখেন পামেলা। হলিউডের একাধিক ছবিতে পামেলার অভিনয় দর্শকের দরবারে প্রশংসিত।