/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/asif.jpg)
পঞ্চায়েত খ্যাত অভিনেতার সঙ্গে যা হয়...
পঞ্চায়েতের জামাই গণেশকে নিশ্চই মনে আছে? প্রথম সিজনে যাকে কাঁদতে দেখা গিয়েছিল বিয়ে করতে এসে, কিন্তু তৃতীয় সিজনে তাঁর সঙ্গে সচিবজী অভিষেকের একটু আধটু সম্পর্ক ভাল হতে দেখা যায়। বলা উচিত, ফুলেরার মান সম্মান বাঁচাতে বিধায়কের সঙ্গে তিনি যা করলেন...
সেই আসিফ খানের জীবনে একদিন এমন দিন এসেছিল যে তারকাদের এতকাছে থেকেও তাঁকে চোখের জল ফেলতে হয়েছিল। অভিনেতা সইফ এবং করিনার বিয়েতে বাসন মেজেছিলেন। সেসব দিনের কথা শেয়ার করেই তিনি বলেন...
২০১২ সালে মুম্বাইয়ের তাজ হোটেলে বিয়ের আসর বসে সইফ এবং করিনার। সেখানেই কাজ করতেন আসিফ। অভিনেতা বলেন, "ওনাদের বিয়েতে আমি বাসন মেজেছিলাম। মনে আছে, ম্যানেজারকে এমনও বলেছিলাম যে একবার দেখা করতে দাও। কিন্তু দেয় নি। আমি খুব কেঁদেছিলাম যে উনাদের এত কাছে থেকেও আমি দেখা করতে পারলাম না।"
এখানেই শেষ না। অভিনেতা বলেন, মারাত্মক চেষ্টা করেছিলেন যাতে তিনি বলিউডের কারওর সঙ্গে দেখা করতে পারেন। এমন করতে করতে একসময় যখন তিনি কাজের সুযোগ পান, তাঁকে সেই ফার্মের ম্যানেজার বলেন, "আপনাকে দেখতে ভাল না। আপনার বডি নেই। আপনাকে কেন কেউ কাস্ট করবে?"
উল্লেখ্য, পঞ্চায়েত যে অনেক অভিনেতার কেরিয়ার তৈরি করে দিয়েছেন সেকথা অজানা নয়। তাঁর মধ্যেই আসিফ একজন। যদিও সেই দলে অনেকেই রয়েছেন।