Panchayat Season 4: ট্যাঙ্কিতে বসে চা খেতে প্রস্তুত তো? আসছে পঞ্চায়েত সিজন ৪!

Panchayat New Season: পঞ্চায়েত হাটাও, নৌকরি বাঁচাও - এসব শুনেই যখন এন্ট্রি নিলেন সচিব জি, তখনই জানতে পারলেন এতবছর ধরে যেখান পঞ্চায়েতের নানা ডায়লগ থেকে স্টেটমেন্ট ভাইরাল হচ্ছে...

Panchayat New Season: পঞ্চায়েত হাটাও, নৌকরি বাঁচাও - এসব শুনেই যখন এন্ট্রি নিলেন সচিব জি, তখনই জানতে পারলেন এতবছর ধরে যেখান পঞ্চায়েতের নানা ডায়লগ থেকে স্টেটমেন্ট ভাইরাল হচ্ছে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
panchayat season 3, panchayat season 3 release date, coming soon

Pamchayat: কবে রিলিজ করছে এই সিরিজ? Photograph: (Instagram)

Panchayat Season 4: শান্তিতে গালাগাল পর্যন্ত দিতে পারছেন না সচিব জি? তাঁর আগেই লাগিয়ে দেওয়া হয়েছে বিপ! এ আবার কি কান্ড! সাংঘাতিক অবস্থা তো পঞ্চায়েত জুড়ে। এমনি অবস্থা যে ভয় পাচ্ছেন সচিব জি? যদি কেউ তাঁকে ভাইরাল করে তাহলে তো খুব বিপদে পরে যাবেন যা মনে হল তাঁর চোখমুখ দেখে।

Advertisment

পঞ্চায়েত হাটাও, নৌকরি বাঁচাও - এসব শুনেই যখন এন্ট্রি নিলেন সচিব জি, তখনই জানতে পারলেন এতবছর ধরে যেখান পঞ্চায়েতের নানা ডায়লগ থেকে স্টেটমেন্ট ভাইরাল হচ্ছে, সেটা আসলে কিছুই না? সবাইকে আসলেই খুশি করতে পারলেন না পঞ্চায়েত সদস্যরা। এদিকে, ফোনের ভিডিও কলের ওপারে দেখা যাচ্ছে, বংরকাস এবং বিনোদকে। তাঁরা এখনও সচিবের ভুল ধরতে ব্যস্ত। সব মিলিয়ে এক সাংঘাতিক কান্ড কারখানা। ভাইরাল হওয়ার কথা শুনেই কী বললেন সচিব জি?

ফুলেরার সচিব, অভিনেতা জিতেন্দ্র কুমার বলছেন, ইন্টারনেটের জন্য দূরদর্শী কিছু চাই। যেটা আমাদের সকলেই বুঝতে পারবেন। এখন পঞ্চায়েতের ৫ বছর হতে চলল, বলুন কি হতে পারে? এবং এর সঙ্গে সঙ্গেই তিনি জানিয়ে দিলেন, যে পঞ্চায়েতের ৪ সিজন এই বছর আসছে। এবং তারপরই শুরু হবে খেলা। সকলের কান্না দেখে, সচিব জি বলছেন... "আপনারা ফুলেরা আসুন, আমরা ওখানেই মোমেন্ট বানাব। তাহলে, এটুকু পরিষ্কার যে ট্যাঙ্কিতে উঠে চা খাওয়ার দিন আসন্ন।" 

Advertisment

পঞ্চায়েতের নতুন সিজন এবছর আসছে। শুধু তাই নয়, পাঁচ বছর উপলক্ষে এবারের সিরিজ যে চূড়ান্ত উত্তেজনাপূর্ণ হতে চলেছে সেও বোঝা যাচ্ছে। জুলাই মাসে ২ তারিখ থেকে দেখা যাবে এই সিরিজ। এবং এই সিরিজে দেখানো হবে ইলেকশন। গত সিজনে শেষ হয়েছিল প্রধানের দলবল এবং বিধায়কের মারপিট দিয়ে। এবার যে উন্মাদনা তুঙ্গে ভক্তদের, এবং তাঁদের সঙ্গে সঙ্গে আনন্দে আত্মহারা তারকরাও।

panchayat web series