Ustad Zakir Hussain: পন্ডিত অজয় চক্রবর্তীর ছেলের রিসেপশনে অনন্য দৃশ্য, উস্তাদ জাকির হুসেনকে সঙ্গে রাখলেন বর্ষীয়ান শিল্পী...

Pandit Ajay Chakraborty - Ustad Zakir Hussain: উস্তাদজির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল গভীর। এমনকি, পণ্ডিতজির নানা অনুষ্ঠানে তাঁর উপস্থিতি দেখা গিয়েছিল। তাই আজ যখন বন্ধু মানুষটি আর নেই..

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
zakir hussain- pdt ajay chakraborty

পণ্ডিতজীর ছেলের বিয়ের অনুষ্ঠানে উস্তাদ জাকির হুসেনের ছবি... Photograph: (ফাইল চিত্র )

একজন কাছের মানুষকে শ্রদ্ধা জানানো, এবং তাঁর ছবি দিয়েই স্টেজ বানানো তাও আবার ছেলের বিয়েতে এমন কান্ড করলেন পণ্ডিতজী। তাঁর ছেলের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল। কোথায় দেখা গেল এমন দৃশ্য।

Advertisment

আসলে, এই ঘটনা ঘটেছে পন্ডিত অজয় চক্রবর্তীর ছেলের বিয়েতে। অনঞ্জন চক্রবর্তীর বৌভাতের অনুষ্ঠানে এমন সুন্দর একটি ঘটনা ঘটেছে, যেখানে দেখা গিয়েছে কাছের মানুষটির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে গিয়ে ছেলের বৌভাতের আনন্দ অনুষ্ঠানের স্টেজ টি পুরো তাঁর ছবিতেই সাজিয়ে দিয়েছেন। পন্ডিতজির ছেলের অনুষ্ঠানের স্টেজ সেজেছিল, উস্তাদ জাকির হোসেনের ছবিতে।

উস্তাদজির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল গভীর। এমনকি, পণ্ডিতজির নানা অনুষ্ঠানে তাঁর উপস্থিতি দেখা গিয়েছিল। তাই আজ যখন বন্ধু মানুষটি আর নেই, তখন দেখা গেল ছেলের বিয়েতেও তাঁর স্মৃতি তাজা রাখলেন। এবং ফুল দিয়ে সাজানো স্টেজে দেখা গেল হাসিমুখে উস্তাদ জাকির হোসেনের কয়েকটি ছবি।

Advertisment

একথা অনেকেরই জানা যে, যেদিন উস্তাদজি গত হলেন সেদিন কৌশিকী চক্রবর্তী নিজের সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন। যেখানে লেখা ছিল, "আমি কখনোই তোমায় বিদায় জানাতে পারব না। তুমি আমার সুপারহিরো, আমার নর্থস্টার।" ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে কৌশিকী চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, একদম, তাঁর ভাইয়ের বৌভাতের অনুষ্ঠানে উস্তাদজির ছবি স্টেজে রাখা হয়েছিল।

প্রসঙ্গে তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। কেউ বললেন, পন্ডিতজির ভাবনা ও চিন্তাধারাকে আমি হৃদয় দিয়ে সম্মান জানাই। আবার কেউ বললেন, দৃষ্টান্তমূলক রিসেপশন যা পন্ডিতজীর জন্য একান্তই মানানসই।

Kaushiki Chakraborty Zakir Hussain