একের পর এক সুপারহিট গান, সঙ্গেই মনোমুগ্ধকর বাঁশির সুর, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বিখ্যাত সব সুর শোনা যাবে এবার শহর কলকাতার বুকে। আগামী ১৯ শে মার্চ থেকে ২২ শে মার্চ বেহালা ব্লাইন্ড স্কুলের মাঠে আয়োজিত হতে চলেছে বেহালা ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল। সেই উপলক্ষেই উপস্থিত থাকবেন পণ্ডিত চৌরাসিয়া সহ নানা গুণীজন।
এবছর এই অনুষ্ঠান দশম বর্ষে পদার্পণ করবে। পণ্ডিত চৌরাসিয়াকে শ্যামসুন্দর কোং জুয়েলারির তরফে জানানো হবে সর্বোত্তম সম্মাননা। মরণোত্তর জীবনকৃতি পুরস্কার জানানো হবে, পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জীকে। প্রথম দিন সঙ্গীত পরিবেশন করবেন পণ্ডিত অজয় চক্রবর্তী। দ্বিতীয় দিন থাকছেন পণ্ডিত বিশ্বমোহন ভাট সঙ্গে কৌশিকী চক্রবর্তী। তৃতীয় দিন বিশেষ অতিথি হিসেবে সেতার বাদনে উস্তাদ শাহিদ পারভেজ। শেষ দিনেই থাকছে আসল আকর্ষণ। পণ্ডিত চৌরাসিইয়ার বাঁশির সঙ্গেই তবলায় বিক্রম ঘোষ, সমর সাহা, সরোদে পণ্ডিত তেজেন্দ্রনারায়ন মজুমদার।
আবার এতদিন পরে শহর কলকাতায় অনুষ্ঠান করবেন, বেজায় খুশি পণ্ডিত জ্বী। বললেন, "খুব ভাল লাগছে আবার কলকাতার সুরপ্রেমিদের, শ্রোতাদের বাঁশি শোনাতে পারব। জানুয়ারী মাসেই আসার কথা ছিল, করোনা ভাইরাসের তৃতীয় ঢেউএর কারণে সম্ভব হয়নি। অবশেষে আসতে পারছি এই ভেবেই খুশি!"
অনুষ্ঠান প্রসঙ্গে শ্যাম সুন্দরের কর্ণধার রূপক সাহা বলছেন, "এই সাংস্কৃতিক অনুষ্ঠান এক নিদারুণ ঐতিহ্যকে বহন করে। শুরুর দিন থেকেই এর সঙ্গে আমরা জড়িত, বরাবর সামিল হয়েছি এই অনুষ্ঠানে। খুবই গর্বের বিষয় যে এবছর সর্বোত্তম সম্মান আমরা পণ্ডিত চৌরাসিয়াকে দিতে পারছি।" প্রতিদিন অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫:৩০ টা থেকে।