সদ্যই ছবির সাফল্যে আকাশছোঁয়া আনন্দে মেতে থাকলেও বেশিদিন সেই সুখ স্থায়ী হল না পঙ্কজ ত্রিপাঠীর জীবনে। প্রয়াত অভিনেতার বাবা। ৯৮ বছর বয়সে মৃত্যু হয় তাঁর।
এদিকে, ঘটনার সময় নিজের গ্রামের বাড়িতে ছিলেন না তিনি। উত্তরাখণ্ডে ছবির শুটিং করছিলেন। খবর পেয়েই দৌড়ে গিয়েছেন গ্রামে। বাবা পণ্ডিত বেনারস তিওয়ারি মৃত্যুকালে পাশে পরিবারকে পেলেও ছেলে কাজের সূত্রেই সেখানে ছিলেন না। পঙ্কজের বাবা কৃষক, নিতান্তই সাধারণ জীবন যাপন করতেন তিনি। কী হয়েছিল আসলে?
আরও পড়ুন - সায়নী ঘোষের এইডস! আক্রমণ দেখেই বন্ধুর হয়ে গলা ফাটালেন জিতু
অভিনেতার পরিবার সূত্রে খবর, গ্রামেই থাকতেন তিনি। সেরকম কোনও বড় ব্যাধিও ছিল না। খেতে কাজ করার সঙ্গে সঙ্গে সবকিছুই নিজের মত করে সামলে নিতেন। এদিকে, অভিনেতা কৃষিকাজ ছেড়ে নিজের স্বপ্ন পূরণ করতেই পাড়ি দিয়েছিলেন মুম্বইয়ে। অক্ষয় কুমার নিজেও পঙ্কজ ত্রিপাঠীর বাবার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। লিখছেন...
আমার বন্ধু - সহ অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর বাবার মৃত্যুর কথা শুনে দুঃখ হল। বাবা মায়ের কমতি কেউ পূরণ করতে পারবেন না। প্রভু, ওর বাবার আত্মা শান্তি পাক।