/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/guruji-sacred-games-AMP.jpg)
'সেক্রেড গেমস টু'-এর গুরুজির চরিত্রে পঙ্কজ ত্রিপাঠি।
নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ 'সেক্রেড গেমস'-এর দ্বিতীয় সিজনের প্রিমিয়ার হয়েছে ১৫ অগাস্ট এবং মুক্তির একদিনের মধ্যেই নওয়াজউদ্দিন সিদ্দিকি, পঙ্কজ ত্রিপাঠি, কালকি কেকলার, সুরভিন চাওলা, সইফ আলি খানেরা দর্শককে মুগ্ধ করেছেন। সেই জনপ্রিয়তার নিরিখেই এবার নির্মাতারা প্রকাশ্যে আনলেন এই সিরিজের নেপথ্য কাহিনি।
ভিডিওতে পরিচালকদ্বয় অনুরাগ কাশ্যপ এবং নীরজ ঘেওয়ান, শো রানার বিক্রমাদিত্য মোতওয়ানে এবং শিল্পীরা-কলকি কেকলার, পঙ্কজ ত্রিপাঠি এবং রণবীর শোরে তাদের চরিত্রদের পুঙ্খানুপুঙ্খ পরিচয়টা সেরে নিয়েছেন। অনুরাগ কশ্যপ ফাঁস করলেন, ''বরুণ গ্রোভার ও বিক্রমাদিত্য মোতওয়ানে, শো রানার এবং লেখকের টিম গল্পটা তৈরি করতে গিয়ে সত্যি ভীষণ পরিশ্রম করেছে।'' ঘেওয়ানের মতে, ''ছোট ছোট চরিত্ররাও ভীষণ গুরুত্বপূর্ণ। সিজন টু ভীষণ বড় হতে চলেছে।''
আরও পড়ুন, বাড়িতেই খেলা হয় কোটিপতি-খেলা, ফাঁস করলেন বিগ বি নিজেই
এই সিরিজে সবথেকে গুরুত্বপূর্ণ চরিত্র দুটো, গুরুজি অর্থাৎ পঙ্কজ ত্রিপাঠি। এই চরিত্রের জন্যই সেক্রেড গেমস টু-এর জন্য অপেক্ষা করছিল দর্শক। তবে ভিডিওতে পঙ্কজ ত্রিপাঠি নিজেই স্বীকার করেছেন, ''গুরুজির চরিত্র বোঝা ভীষণ কঠিন।''
কলকি ও পঙ্কজ ছাড়াও, অম্রুতা সুভাষ ও রণবীর শোরেকেও দেখা যাবে দ্বিতীয় সিজনে। র এজেন্ট কুসুম দেবী যাদবের ভূমিকায় রয়েছে অম্রুতা আর রণবীর সন্ত্রাসবাদী শাহিদ খানের চরিত্রে।
Read the full story in English