লিডিং হোক কিংবা সাপোর্টিং অভিনেতা, তারা সকলেই তো অভিনেতাই হন। সিনেমার প্রয়োজনে, সকলেই তাতে অভিনয় করেন। ছোট রোল হোক বা বড়, সেই চরিত্রাভিনেতা কিন্তু বেজায় মন দিয়েই কাজ করেন। তাহলে ভেদভাব কেন?
অভিনেতাদের পার্শ্ব অভিনেতা কিংবা ক্যারেকটার অভিনেতা বলা হবে কেন? চূড়ান্ত আপত্তি জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। তাঁর ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কার। কিন্তু বেশিরভাগ সময় তাঁকে দেখা যায় সহ অভিনেতা হিসেবেই অভিনয় করছেন। কিন্তু, ক্যারেকটার আর্টিস্ট হিসেবে নিজেকে পরিচয় দিতে ঘোরতর আপত্তি। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ক্যারেকটার অভিনেতা আবার কী? সকলেই অভিনেতা। পার্শ্ব বা সহ অভিনেতা তাও ঠিক আছে। চরিত্রহীন অভিনেতা আবার কেউ হয় নাকি?
এখানেই শেষ নয়। পুরস্কারের মঞ্চে তাঁকে বেশি দেখা যায় না কেন, এই নিয়েও আওয়াজ তুলেছেন তিনি। দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, স্ট্রাগল করেছেন তারপর গিয়ে বলিউডের বড় নাম হতে পেরেছেন তিনি। নিজের একটা সাম্রাজ্য গুছিয়ে নিয়েছেন। কিন্তু, পুরস্কার কর্তৃপক্ষদের নিয়ে আজও বেশকিছু পুষে রেখেছেন মনে। অভিনেতা বলেন...
আমি কেন পুরস্কারের মঞ্চে যাই না জানেন? আগে ওরা আমায় ডাকত না। আর এখন ডাকলেও মনে আর ইচ্ছে নেই। সেই স্পৃহা চলে গিয়েছে। আর যেতে ইচ্ছে করে না। বেশ নিয়মের মধ্যেই তিনি দিন কাটান। একের পর এক সুন্দর চরিত্রে অভিনয় করছেন তিনি।
প্রসঙ্গত, অভিনেতাকে সামনেই দেখা যাবে মির্জাপুর সিরিজে অভিনয় করতে। যদিও, তিনি জানিয়েছেন এখন আর তিনি সেভাবে গালিগালাজ করতে চান না। বরং শুদ্ধ এবং প্রকৃত অর্থ বের করেই সংলাপ বলার ধরন বের করবেন। আর অভিনয় সেদিনই ছাড়বেন যেদিন অনেক টাকা থাকবে তাঁর কাছে। কাজের দিকে, তাঁকে শেষ দেখা গিয়েছে OMG 2 ছবিতে।