Advertisment

জয়ার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরাবন্দি, ঘনিষ্ঠ দৃশ্য উপভোগ করলেন পঙ্কজ? নাকি...

জয়ার সঙ্গে এহেন দৃশ্যের অভিনয়, সহজ হয়েছিল? অভিনেতা বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Pankaj tripathi shared his thoughts on Jaya ahsan

একটু ঘাড় হেলালেই তিনি পর্দায় ঝড় তোলেন। শুধু তাই নয়, তাঁর পান খাওয়া লাল হাসি তোলপাড় ফেলে দেয় মির্জাপুরের সঙ্গে সঙ্গে বাকি জায়গাতেও। কখনও তিনি বোনে বাঘের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেন, আবার কখনও ছেলের জাস্টিসের জন্য লড়েন। তিনি পঙ্কজ ত্রিপাঠী।

Advertisment

নতুন ছবি কড়ক সিং এর প্রিমিয়ার হয়েছিল গোয়ায়। সেই নিয়েই এখন ব্যস্ত তিনি। অভিনেতা, একাধারে কাজ করেছেন নানা মাধ্যমে। সিরিজ থেকে সিনেমা, সর্বত্রই তাঁর যাতায়াত। আর এবার, ফের একবার বাঙালি পরিচালকের সঙ্গে কাজ। সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে শেরদিল ছবিতে কাজ করেছিলেন। এবার, অনিরুদ্ধ চট্টোপাধ্যায়ের সঙ্গে। ছবিতে রয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া এহসান। তাঁর সঙ্গে বেশ ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করেছেন তিনি।

সাহস লেগেছিল নাকি না? পঙ্কজ কীভাবে এহেন দৃশ্যকে পর্দায় ফুটিয়ে তোলেন? অভিনেতা সংবাদমাধ্যমে জানান...

তিনি এই প্রথম এরকম দৃশ্যে অভিনয় করেছেন। বেশ গল্পের আকারে শুটিং হয়েছে। কোনরকম প্রস্তুতি তিনি নেননি। বরং, চেষ্টা করেছেন যাতে সহ অভিনেত্রীর কোনও অসুবিধা না হয়। এটাও মাথায় ছিল যে তিনি একজন পেশাদার অভিনেতা। সুতরাং, বেশ স্বাভাবিকভাবেই সমস্তটা হয়েছে।

প্রসঙ্গত, অভিনেতার সঙ্গে বাংলার জোরালো যোগ। তাঁর স্ত্রী কলকাতার মেয়ে। ফলেই বাংলার প্রভাব বাড়িতে রয়েছেই। অভিনেতার কথায়, আজও দুপুরে খেয়েদেয়ে ভাতঘুম দেন তিনি। সামনেই রিলিজ ম্যায় অটল হু ছবির। তাতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় তাকে দেখা যাবে। 

tollywood jaya ahashan Pankaj Tripathi bollywood Entertainment News
Advertisment