Pankaj Udhas Death: ৭৩ বছর বয়সে জীবনাবসান, প্রয়াত গজল শিল্পী পঙ্কজ উধাস

Pankaj Udhas Death News in Bengali: মুম্বাইয়ে ৭৩ বছর বয়সে মারা গেছেন গজল শিল্পী পঙ্কজ উধাস। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।

Pankaj Udhas Death News in Bengali: মুম্বাইয়ে ৭৩ বছর বয়সে মারা গেছেন গজল শিল্পী পঙ্কজ উধাস। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
pankaj udhas dead at 73

পঙ্কজ উধাস ৭৩ বছর বয়সে মারা গেছেন। (টুইটার/পঙ্কজ উধাস)

Ghazal Singer Pankaj Udhas Death News: গজল শিল্পি পঙ্কজ উধাস সোমবার (২৬ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে দীর্ঘ অসুস্থতায় ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Advertisment

তার পরিবার একটি বিবৃতি জারি করে দুঃখজনক খবরটি নিশ্চিত করেছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর মেয়ে এক বিবৃতিতে বলেছেন, “খুব ভারাক্রান্ত হৃদয়ের সাথে জানাচ্ছি, ২৬শে ফেব্রুয়ারি ২০২৪, পদ্মশ্রি পঙ্কজ উধাস দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াত হয়েছেন।" তাঁর অনন্য অবদান হিন্দি সিনেমা এবং ভারতীয় পপ মিউজিকে নজিরবিহীন।

পঙ্কজ উধাসের প্রতিনিধি ইন্ডিয়ানএক্সপ্রেস ডটকমকে বলেন, “পঙ্কজ স্যার দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এবং গত কয়েকদিন ধরে সুস্থ ছিলেন না। আজ সকাল ১১টার দিকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তার মৃত্যু হয়।”

Advertisment

গজল সিঙ্গারের প্রয়ানে শোকস্তব্ধ বলিউড। সোনু নিগম লিখছেন, আমার জীবনের এক গুরুত্বপূর্ণ ভাগ। ছোটবেলা যেন হারিয়ে গেল। আপনাকে খুব মিস করব। আমার হৃদয় কাঁদছে। আপনার থাকাই অনেক বড় ছিল।

bollywood Entertainment News