Advertisment
Presenting Partner
Desktop GIF

কাকে ধর্মনিরপেক্ষতার পাঠ পড়াচ্ছেন জিৎ?

গীতার সংলাপ বলার পর আল্লাহ নাম নিয়ে অভিনেতা বলছেন দুটোই আমরা সমানভাবে বলে থাকি। এটাই ভারতের সংস্কৃতি। তবে ভিডিও দেখে মনে হচ্ছে বেশ রেগেই রয়েছেন জিৎ।

author-image
IE Bangla Web Desk
New Update
jeet

ছবিতে আন্ডারকভার এজেন্ট জিৎ। ফোটো- ইনস্টাগ্রাম

বর্তমান দেশের পরিস্থিতিতে ধর্মনিরপেক্ষার কথা প্রায় জনে জনে মনে করাতে হচ্ছে। সিনেমাও সেই মেসেজ দিচ্ছে বারংবার। অভিনেতা জিতের ছবির ডাবিংয়েও মিলল তারই আভাস। স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে জিতের পরের ছবি 'প্যান্থার'। আর সে কারণেই জোরকদমে চলছে পোস্ট প্রোডাকশন। এদিন সেই ভিডিও পোস্ট করলেন জিৎ।

Advertisment

অর্নগল বলে চললেন ছবির লম্বা সংলাপ। আসলে ডাবিং করছিলেন তিনি। যেখানে আন্ডারকভার এজেন্ট গীতার সংলাপ বলার পর আল্লাহ নাম নিয়ে বলছেন দুটোই আমরা সমানভাবে বলে থাকি। এটাই ভারতের সংস্কৃতি। এর থেকেই প্রমাণ মিলছে স্বাধীনতা দিবসের দিন অন্যরূপে দেখা যাবে নায়ককে।

View this post on Instagram

#Panther Dubbing completed! Aap bhi bolke bhejo...Aacha laga toh milenge! #HindustanMeriJaan #August2019 #Panthertakesoff

A post shared by Jeet (@jeet30) on

আরও পড়ুন, সামনে কোন কোন ছবি রয়েছে বিরসা দাশগুপ্তর?

অংশুমান প্রত্যুষের পরিচালনায় জিতের পরের ছবি ‘প্যান্থার’। সেখানে একজন আন্ডারকভার এজেন্টের ভূমিকায় নায়ক। ২৬/১১ র স্মৃতি ভারতের মননে এখনও উজ্জ্বল। এবার সেই ঘটনারই মিল পাওয়া গেল জিতের নতুন ছবির টিজারে। প্রথমেই হোটেলে বিস্ফোরণের দৃশ্য দিয়ে শুরু হয়, তারপরেই ঘটনার ঘনঘটা জানিয়ে দেয় মূলত দেশের সুরক্ষার স্বার্থেই মোতায়েন রয়েছে ‘প্যান্থার’।

জিতের ছবি মানেই লার্জার দ্যান লাইফ চরিত্ররা। প্যান্থারের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অংশুমান ও পরমপ্রীত। আর ক্যামেরার পিছনের দায়িত্বে রম্যদীপ সাহা। মুম্বইয়ে একটি বোম্ব ব্লাস্টের ঘটনা থেকেই শুরু হবে কাহিনি। জিৎ ছাড়াও ‘প্যান্থার’-এ দেখা যাবে কাঞ্চন মল্লিক, সুদীপ মুখোপাধ্যায়। নেতিবাচক ভূমিকায় রয়েছেন সৌরভ চক্রবর্তী। ১৪ অগাস্ট মুক্তি পেতে চলেছে ‘প্যান্থার’।

tollywood jeet
Advertisment