New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/01/cats-2025-07-01-10-33-49.jpg)
শেফালির স্মৃতিতে...
Shefali Jariwala Death: শেফালির মৃত্যুর পর স্ত্রীর স্মৃতিতে সোশ্যাল মিডিয়ায় বেশ আবেগঘন পোস্ট শেয়ার করছেন পরাগ ত্যাগী। অনেকের মতে তিনি নাকি লাইমলাইটে থাকতে প্রয়াত স্ত্রীকে হাতিয়ার বানিয়েছেন। পালটা প্রতিক্রিয়ায় কী বললেন পরাগ?
শেফালির স্মৃতিতে...
Parag Tyagi-Shefali Jariwala News: ২৭ জুন আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন শেফালি জারিওয়ালা। কাঁটা লাগা গার্লের আকস্মিক মৃত্যুর খবরে তোলপাড় হয়ে যায় টিনসেল টাউন। চোখের জল আটকাতে পারেনি অনুরাগীরা। ২৮ জুন রাতে চোখের জলে শেফালিকে বিদায় জানিয়েছেন প্রিয়জনেরা। গাড়িচালকের আসনের পাশে স্ত্রীর ছবিতে মালা পরিয়ে রেখেছিলেন পরাগ। মাথায় হাত বুলিয়ে কপালে আলতো চুমু এঁকে দিয়েছিলেন অভিনেতা স্বমী। স্ত্রীর স্মৃতি আগলে তাঁর পছন্দের কাজগুলো বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন পরাগ। শেফালি প্রকৃতি খুব ভালবাসতেন। স্ত্রীর সেই প্রকৃতি প্রেমকে জীবন্ত করে তুলতে কী পদক্ষেপ নিলেন পরাগ?
পোষ্যকে সঙ্গে নিয়ে নিজের হাতে বৃক্ষরোপন করলেন অভিনেতা-স্বামী। ভিডিও পোস্ট করে লিখেছেন, 'পরী প্রকৃতিকে খুব ভালবাসত। এই পৃথিবী ওকে যে ভালবাসা দিয়েছে সেটা ও ফিরিয়ে দিতে চাইত। সময় এসেছে সেই ভালবাসা ফিরিয়ে দেওয়ার। বৃক্ষরোপণের মাধ্যমেই সেটা সম্ভব। সকলকে ধন্যবাদ এভাবে সবসময় ওঁর পাশে থাকার জন্য। আপনাদেরও প্রাপ্য ভালবাসা ফিরিয়ে দেবে।' পরাগের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে নেটনাগরিকদের অনেকে আবার খোঁচা মেরেছেন। তিনি নাকি ফোকাসে থাকতে মৃত স্ত্রীকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন। পালটা প্রতিক্রিয়ায় কী লিখলেন শেফালির স্বামী পরাগ ত্যাগী?
একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার নেতিবাচক মন্তব্য তাঁকে কোনওভাবেই প্রভাবিত করে না। পরাগের প্রতিক্রিয়া, 'আমার এত তাড়াতাড়ি পোস্ট করা উচিত হয়নি বলে যাঁরা ফোকাসে আসার চেষ্টা করছেন তাঁদের উদ্দেশে একটা কথা বলতে চাই। সবাই আপনার মতো নয়। পরী সোশ্যাল মিডিয়া ভীষণ এনজয় করত। ওকে সবাই খুব ভালবাসত। আমি সেভাবে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত ছিলাম না। ও আমার হৃদয়জুড়ে রয়েছে।'
আরও যোগ করেন, 'একটা বিষয় আমি নিশ্চিত করছি, ওকে চিরকাল প্রত্যেকে ভালবাসবে, কাছে না থেকেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকবে। এই অ্যাকাউন্টটা শুধুমাত্র ওকে উৎসর্গ করেছি। আমি ওঁর সুন্দর মুহূর্তের স্মৃতিগুলো আঁকড়ে রাখব আর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেব। আমি কারও মতামতকে তোয়াক্কা করি না। তবে যাঁরা ওকে ভালবাসত আজও ভালবাসে আর চিরদিন ভালবাসবে। সকলের সঙ্গে ওঁর স্মৃতি ভাগ করে নেব।'