২০২৩ সালের নভেম্বর মাসে জানিয়েছিলেন বিয়ে করছেন তাঁরা। আইনি বিয়ের মাধ্যমেই নতুন জীবন শুরু করেছিলেন। আর এবছর শুরু হতেই তাঁদের জীবনে নতুন শুরু। পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী ভাগ করে নিয়েছেন জীবনের বড় খুশি। এ খুশি যে একেবারেই ছোট নয়, সেটা বলতেই হয়।
নতুন জীবনের যখন শুরু করেছিলেন, তখন যেমন ভালবাসা পেয়েছেন তেমন বেশ কিছু কটাক্ষের শিকার হয়েছেন পরম। এমনকি, বন্ধুর বউকে বিয়ে করেছেন বলে কেউ কেউ তাঁকে বৌ চোর আখ্যা দিয়েছিলেন। তবে, সেসব এক অতীত। চারপেয়ে ছানাদের নিয়ে সুখের সংসার সাজিয়েছিলেন তাঁরা। আর সেই সংসারে দিন দিন যেন কাছের আপনজনের সংখ্যা বেড়েই চলেছে। এতদিন বিড়াল এবং সারমেয়দের নিয়ে জীবন কাটলেও বর্তমানে নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে তাঁদের জীবনে।
ছোট্ট একটা প্রাণ বেড়ে উঠছে পিয়ার অন্তরে। পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী সুখবর দিয়েছেন সমাজ মাধ্যমে। মা হতে চলেছেন তিনি। সমাজ মাধ্যমে প্রেমের দিবসের বিশেষ কিছু ছবি পোস্ট করে তিনি জানিয়েছেন, ছোট্ট মানুষটি আসতে চলেছে। তাঁর সঙ্গে সঙ্গে এই ভ্যালেন্টাইনস ডে যে একদম ভিন্ন কেটেছে সেকথাও জানিয়েছেন তিনি। স্বামীর বাহুডোরে ভীষণ আদুরে পিয়া, তিনি লিখছেন...
এবছরের ভ্যালেন্টাইন পার্টি একটু দেরি হয়ে গেল। আমরা কিছু কিছু কারণে একটু ব্যস্ত ছিলাম। জানতে চান সেগুলো কী? প্রথম, এই ছবিটা আমাদের। দ্বিতীয় ছবিতে, আমাদের বড় সন্তান নীনা, তৃতীয় ছবিতে আমাদের লেটেস্ট ভার্সন, বাঘা, এবং শেষ ছবিতে দেখা গেল সন্তান আসার সুখবর দিয়েছেন তিনি। অভিনেত্রী বলছেন... "আমাদের ভালবাসার বুদবুদ একটু করে বড় হচ্ছে। একটা ছোট্ট মানুষ খুব সম্প্রতি আমাদের দলে যোগ দিতে চলেছে।"
উল্লেখ্য, বিয়ের পর থেকে নানা মন্তব্যের শিকার হলেও তারা দুজনে এসব কিছুকে পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করেননি। বরং, নিজেদের কাছের মানুষকে নিয়ে সংসার সাজিয়েছেন তিনি। এখানেই শেষ না। পিয়ার প্রাক্তন অনুপম রায়কে নিয়ে নানা গুঞ্জন শোনা গিয়েছিল। কেউ কেউ তো সঙ্গীত পরিচালককে সহানুভূতি পর্যন্ত দেখিয়েছিলেন। কিন্তু না, তাঁর কিছুদিনের মধ্যেই অনুপম নিজের তৃতীয় বিয়ের ঘোষণা করেছিলেন। গায়িকা প্রশমিতাকে বিয়ে করেন তিনি।