/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/piya.jpg)
Parambrata Chatterjee- পরম-পিয়ার মিষ্টি ভিডিও, দেখুন
স্বামী হিসেবে পরমব্রত চট্টোপাধ্যায় যে কতটা সহায়ক সেটি বারবার তিনি প্রমাণ করে থাকেন। পিয়া চক্রবর্তীকে বিয়ের পর তাঁকে যা কটাক্ষ শুনতে হয়েছিল, তিনি সেসব হাওয়ায় উড়িয়ে দিয়েছেন।
সমাজ মাধ্যমে খুব একটা সক্রিয় নন তিনি। মাঝেমধ্যেই কিছু নির্দিষ্ট বিষয়ে তিনি ছবি পোস্ট করলেও স্ত্রীর প্রশংসা করতে কখনোই পিছুপা হননা। মাঝেমধ্যে দুজনে একসঙ্গে গান গাইতেও বসেন। চার পেয়ে ছানাদের নিয়ে ছুটির দিন উপভোগ করতে দেখা যায় তাদের। যদিও, শুরুটা এতটা সুখকর ছিল না।
অনুপমের প্রাক্তন কে বিয়ে করে, বউ চোর, বন্ধু দাগাবাজ এসব কটাক্ষ শুনতে হয়েছে তাঁকে। কিন্তু বর্তমানে দুজনের সংসারে সুখেদের আনাগোনা। আজও তেমন একটি দৃশ্য দেখালেন ভক্তদের কাছে। গিটারে পরম, গানের সঙ্গ দিলেন পিয়া। এই ভিডিও শেয়ার করলেন অনুরাগীদের সঙ্গে।
পরম লিখছেন, "এটা শেষ সন্ধ্যেবেলার গল্প। আমি এবং আমার স্ত্রী দুজনে একটা জ্যামিং সেশান করলাম। ইচ্ছামতির তীরে বসে ইচ্ছে হল।" সত্যি বলতে গেলে প্রিয়ার গলায় বাওরা মন গানটি বেশ পছন্দ করেছেন শ্রোতারা। দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে তারা বলছেন...
জীবনে এমন জীবনসাথীই চায়। যারা তোমার ভেতরের তুমির সাথ দেয় এবং তার প্রকাশ ঘটাতে সহয়তা করে। নয়তো যারা দমিয়ে রাখে তারা কখনই জীবনসঙ্গী নয়। আবার কেউ বললেন, পিয়া তোমার গলার আওয়াজ খুব সুন্দর। আর তোমরা দম্পতি হিসেবে খুব সুন্দর। আবার কারোর কথায়, জীবন তো এইসব মুহূর্তের জন্যই বাঁচা। আর কি রয়ে গেছে জীবনে? এই যুগলবন্দী যে টপ ক্লাসের, সে কথা অনুরাগীরা জানিয়ে দিয়েছেন।