/indian-express-bangla/media/media_files/2025/09/26/piya-2025-09-26-12-43-59.jpg)
ছেলেকে দেখালেন পরম-পিয়া...
পুজো দরজায় কড়া নাড়ছে। এবং শহর থেকে গ্রাম কিংবা মফঃস্বল মেতে উঠেছে আনন্দে। শরতের সাদা তুলোর মত মেঘ জানান দিচ্ছে, উমার মর্ত্যে আসার সময় হয়েছে। চারিদিকে যখন পুজো পুজো রব, ঠিক তখন নিজেদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্যকে দেখালেন টলিপাড়ার এমন এক তারকা দম্পতি...
প্রসঙ্গে পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। তাঁদের জীবনে উৎসবের মরশুম এসেছে আগেই। এবং খেয়াল করলে দেখা যাবে, নতুন সদস্যটিকে নিয়ে বেশ সুন্দর সময়-ই কেটেছে এই কয়েক মাস। আর দেবীপক্ষ পড়তে না পড়তেই, ছোট্ট ছানাটিকে সকলের সামনে আনলেন তাঁরা। এমনকি, তাঁর নাম কী রেখেছেন তাঁরা, সেও জানিয়ে দিলেন। পরম-পিয়ার ছেলেকে দেখলে চোখ জুরিয়ে যেতে বাধ্য।
আজ মহা-চতুর্থীর বিশেষ দিনে কয়েকমাসের সন্তানকে সকলের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে কী লিখলেন তাঁরা? গোল গোল চোখে সে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। পরনে সুন্দর সবুজ রঙের জামা, ছোট্ট মায়া ভরা মুখটি দেখলে পাথর- ও গলে যেতে বাধ্য। ছেলেকে নিয়ে কী লিখলেন নতুন বাবা-মা? ছেলের কী নাম রাখলেন তাঁরা?
আপনাদের সঙ্গে একজনের দেখা করাতে নিয়ে এলাম। এই হল আমাদের ছেলে নিশাদ। এর দুটো অর্থ হয়। এক, সপ্তকের সপ্তম সুর এবং দুই যাকে দুঃখ ছুঁতে পারে না। আমাদের ছেলে ঠিক নডির মত। কী মিষ্টি না ও?" সত্যি সেই ভীষণ সুন্দর মুখটি দেখলে তাকিয়ে থাকতেই ইচ্ছে হয়। এদিকে, তাঁকে দেখে সমাজ মাধ্যমে নানা মন্তব্যে ভরিয়েছেন বেশিরভাগ। সকলেই আদর জানিয়েছেন। অনেকে পরম-পিয়ার প্রশংসা করেছেন এত ভেবে চিনতে নাম রাখার জন্য।