/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/param.jpg)
Parambrata Chatterjee auto: গুজরাটে পরম
Parambrata drive auto: বিয়ের পর বউকে ছেড়ে নানা জায়গায় ঘুরছেন পরমব্রত। ঢাকা থেকে এবার আহমেদাবাদ পৌঁছে গিয়েছেন তিনি। আর এই গরমে নাজেহাল অবস্থা তাঁর।
অভিনেতা ব্যস্ত শুটিংয়ে। একেই গরম তাঁর ওপরে আবার গুজরাট, অবস্থা কাহিল তাঁর। প্রচণ্ড রোদে নাজেহাল অভিনেতা। আমেদাবাদ পৌঁছে কী করলেন তিনি? পরম গুলাবির শুটিং করতে গিয়েছেন। আর সেখানে এই গরমে রাস্তায় ঘুরে বেড়ালেন তিনি।
অভিনেতা রোদ ঝলসানো দুপুরে তাকাতে পারছেন না। তারপরেও ছবি আপলোড করলেন, লিখলেন.. "এই প্রচণ্ড গরমে আহমেদাবাদের হিট কিন্তু মোটেই সহজ কথা না। একটুও আনন্দ হচ্ছে না আমার। আর শুটিং একদম ফুল দমে চলছে। তাঁর সঙ্গে শুটিংয়ে কী কী হচ্ছে জানেন?"
পরমব্রত চট্টোপাধ্যায় আমেদাবাদের রাস্তায় অটো নিয়ে বেরোলেন। তাঁকে এই গরমে অটো চালাতে দেখা গেল। তবে, তাঁর অটো চালানোর বহর দেখে কেউ বলবেন না যে এই প্রথম তিনি অটো চালালেন। দিব্যি গুজরাটের রাস্তায় টহল দিতে বেরোলেন তিনি। এদিকে, তাঁকে অটো চালাতে দেখেই বেশিরভাগ বললেন...
শেষে, গুজরাটের রাস্তায় অটো চালালেন? আবার কেউ বললেন, অটো চালাতে চালাতে একটা ভাল ছবি দেখতে পেলে ভাল লাগত। আবার, কারওর কথায়, অটো চালাচ্ছ, একটু সচক্ষে দেখতে পেলে ভাল লাগত।