/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/param.jpg)
মুখ খুলতেই যা শুনতে হল পরমকে...
আরজি কর কাণ্ডে তোলপাড় গোটা দেশ। দিল্লির চিকিৎসকরা, বারবার এই ঘটনাকে দ্বিতীয় নির্ভয়া কান্ড বলে উল্লেখ করেছেন। তারকারা, আওয়াজ তুলেছেন বারবার। শুধু তাই নয়, তারা রাস্তায় জমায়েতের জন্য সোচ্চার হয়েছে।
১৪ তারিখ রাতে গোটা শহর জুড়ে যাতে মেয়েরা জেগে পাহারা দিতে জড়ো হচ্ছেন। সেখানে যোগ দেওয়ার আহ্বান দিচ্ছেন, স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে মধুমিতা সরকার এবং অন্যান্য অভিনেত্রীরা। জুনিয়র ডাক্তারের মৃত্যু, সর্বোপরি তাঁকে ধর্ষণ এবং খুনের অভিযোগ উঠেছে। একজন মেয়ে, তাঁর কর্মস্থলে পর্যন্ত সুরক্ষিত না। নারীর প্রতি আর কত অমর্যাদা হবে? সব মিলিয়ে রাগে ক্ষোভে ফেটে পড়ছেন বেশিরভাগ।
শুধু মহিলারা না, এই অন্যায় মেনে নিতে পারছেন না পুরুষরাও। যদিও, বা কর্মকাণ্ডের এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বিচার চেয়ে দুদিন আগে গান বেঁধেছিলেন অনুপম রায়। কিন্তু, এবার পরমব্রত সহজ সোজা ভাষায় জবাব চাইলেন। অভিনেতা অনেকদিন পর সরব হয়েছেন এই নিয়ে। তিনি সমাজ মাধ্যমের পাতায় লিখছেন....
"কোনও রাজনীতির কথা শুনতে চাই না। সব প্রশ্নের উত্তর চাই। অপরাধীর কঠোরতম শাস্তি চাই।" আর পরমব্রত মুখ খুলতেই তাঁকে ঘিরে নানা শোরগোল। এককথায় অভিনেতাকে মোক্ষম পাঠ পড়ালেন সকলে। তাঁরা বলছেন...
"ও জেগে আছেন? আমি তো ভাবলাম শীত ঘুমে সকলে আচ্ছন্ন হয়ে আছেন। একসময় ভীষণ রকমের পছন্দের ব্যক্তি ছিলেন, কিন্তু শীতঘুমে এতটাই আচ্ছন্ন হয়ে আছেন!এখন মনে হয় শিরদাঁড়া মনে হয় আর নেই।" কেউ বললেন, "কি কিউট আপনি। রাজনীতি না বুঝে যাকে আপনার ভাল লাগে তাকেই তো এটা ডাইরেক্ট বলতে পারতেন। নাকি প্যাসিভ প্রতিবাদী হয়ে গেলে কমিটির পদটা সিকিউর ও হয়ে থাকল?"