Advertisment

'সৃজিত একটু সিনেমা থেকে বিরতি নিক', বিস্ফোরক পরমব্রত! তোলপাড় নেটপাড়া

কোন প্রসঙ্গে একথা বললেন পরমব্রত?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Parambrata Chatterjee, Srijit Mukherji, Parambrata Srijit, Tollywood News, Srijit Mukherji movies, Parambrata Films, সৃজিত মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সৃজিত পরমব্রত, টলিউডের খবর, Indian express entertainment News, Bengali News today

সৃজিত মুখোপাধ্যায়কে বিরতি নেওয়ার পরামর্শ পরমব্রত চট্টোপাধ্যায়ের

সাম্প্রতিককালে বাণিজ্যিকভাবে সৃজিত মুখোপাধ্যায়ের সফল ছবি খুব একটা দেখা যাচ্ছে না। এবার সেই প্রেক্ষিতেই বন্ধু পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালককে উপদেশ দিলেন।

Advertisment

সৃজিত মুখোপাধ্যায়ের কাজ এখন আর শুধু টলিউডে আটকে নেই, বলিউডেও একাধিক সিনেমা, সিরিজ তৈরি করছেন পরিচালক। 'সাবাশ মিঠু', 'শেরদিল', এদিকে টলিউডে 'X= প্রেম' রিলিজ করেছে সব একের পর এক। তবে বক্সঅফিসের মার্কসিট দেখলেই বোঝা যাবে কোনওটাই সেভাবে সফল নয়। যে পরিচালক কিনা 'অটোগ্রাফ', 'বাইশে শ্রাবণ' থেকে 'রাজকাহিনী'র মতো তুখড় সব ছবি উপহার দিয়ে ইন্ডাস্ট্রিতে শোরগোল ফেলে দিয়েছিলেন, সেই সৃজিতের সিনেমাই এখন বক্স অফিসে ধুঁকছে! সেই প্রেক্ষিতেই সম্প্রতি জি ২৪ ঘণ্টার এক শোয়ে মুখ খুলেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়।

বন্ধু সৃজিতের উদ্দেশে অভিনেতা-পরিচালকের মন্তব্য, "ওঁর আপাতত একবছর বিরতি নেওয়া উচিত। সবাই সবসময়ে ভালোটাই দিতে পারেন, এমনটা নয়। বছরে এখন অনেকগুলো করে ছবি বানাচ্ছে সৃজিত। যেন টিক বক্স পূরণ করছে। একটা বাণিজ্যিক, একটা ফেস্টিভ্যালের জন্য, আবার একটা আর্ট হাউস সিনেমা… এভাবেই টিক দিতে দিতে যাচ্ছে। মনে হচ্ছে, সিনেমা কম, প্রজেক্ট বেশি করছে। তাই বন্ধু হিসেবে বলতে চাই, ও একটু বিরতি নিয়ে বই পড়ে, সিনেমা দেখে আবারও একবছর পর ফিরে এসে যদি কোনও সিনেমা বানায়, তাহলে হয়তো পুরনো সৃজিতকে ফেরত পাব আমরা। যে মানুষটাকে বাংলা ইন্ডাস্ট্রির এখন খুব দরকার।"

<আরও পড়ুন: মানবিক! রাস্তায় পড়ে থাকা আহত ব্যক্তিকে গাড়িতে তুলে হাসপাতালে ছুটলেন সোহম>

সৃজিত মুখোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায় দুই তারকাই একে-অপরের ভাল বন্ধু। সেই প্রেক্ষিতেই হয়তো পরমের এমন পরামর্শ সৃজিতকে। পাশাপাশি বন্ধুর প্রশংসাও করতে ভোলেননি অভিনেতা। বলেন, "সৃজিত কিন্তু বিগত বছরগুলিতে একাধিক গুরুত্বপূর্ণ, পুরস্কারজয়ী সিনেমা উপহার দিয়েছে। সম্প্রতি ওঁর 'X= প্রেম' দেখেও সেই পুরনো সৃজিতের ছোঁয়া পেলাম। সিনেমা হয়তো বাণিজ্যিকভাবে সফল নয়। আমার মনে হয়, সৃজিত হয়তো ওঁর সেই পুরনো সৃজনশীলতার কাছে ফিরতে চাইছে। ওঁর মতো বিচক্ষণ মস্তিকের মানুষ ইন্ডাস্ট্রি সাম্প্রতিককালে পেয়েছে বলে মনে হয় না।"

উল্লেখ্য, পরমব্রতর এমন মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই শোরগোল নেটপাড়ায়। সৃজিত-অনুরাগীদের একাংশ পরমের এমন মন্তব্যের সমালোচনাও করেছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tollywood Srijit Mukherji Parambrata Chatterjee bollywood Entertainment News
Advertisment