প্রাক্তন হতে গেলে কী লাগে? একটা সম্পর্কের শেষ, নাকি অজস্র তিক্ত অভিজ্ঞতা? অন্তত, পরমব্রত চট্টোপাধ্যায়ের ( Parambrata Chatterjee ) কাছে সেই বিষয়টা একেবারেই অন্যরকম। পরম নিজের প্রাক্তনদের সঙ্গে আজও রেখেছেন সম্পর্ক। আর সেই নিয়েই নানা কথা বললেন তিনি।
যেমন? পরমব্রত চট্টোপাধ্যায়, সদ্যই গাঁটছড়া বেঁধেছেন পিয়া চক্রবর্তীর ( Piya Chakraborty ) সঙ্গে। সেই নিয়ে জলঘোলা কম হয়নি। শুধু তাই নয়, বন্ধু অনুপমের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করেছেন দেখে তাঁকে বৌ-চোর পর্যন্ত বলা হয়েছে। তাতে কী? এসব কত কি শুনতে হয়। বিয়ের পরপরই তাঁকে একটি পার্টিতে দেখা যায় প্রাক্তন স্বস্তিকার সঙ্গে। দুজনের নাচ, ঘনিষ্ঠতা দেখে তখনও চোখ বাঁকিয়েছিলেন নেটজনতা।
কিন্তু, পরমের সঙ্গে তাঁর প্রাক্তনদের সম্পর্ক ঠিক কেমন? আদ্যোপান্ত প্রেমিক মানুষ পরম আজও তাঁর প্রাক্তনদের সঙ্গে ভাল সম্পর্কই রেখেছেন। শুধু তাই নয়, তিনি এও জানিয়েছেন, সপ্তাহে অনেকের সঙ্গেই এখনও তাঁর কথা হয়। ২১ থেকে ৩০ বছর পর্যন্ত বহুবার তিনি সম্পর্কে জড়িয়েছেন। নিজেকে এক্সপ্লোর করছিলেন তিনি। কে কী পছন্দ করে, কে কী করে না! এসব খুঁজে বের করার চেষ্টা করছিলেন।
স্বস্তিকার সঙ্গে সম্পর্ক ( Parambrata-Swastika Relation ) :-
অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় একসময় তাঁর প্রেমিকা ছিলেন। কিন্তু, দুবছরের বেশি সেই সম্পর্ক তাঁর টেকেনি। অভিনেতা বলেন, "যে দুই বছর আমরা একসঙ্গে ছিলাম খুব প্যাশনেট ভাবে ছিলাম। শুধু স্বস্তিকা নয়, সব প্রাক্তন আমার জীবনে এমনই ছিল। জীবনে কিছুই ফেলা যায় না। সব সম্পর্কই আমাদের মানুষ হিসেবে আরও উন্নত করে।"
অভিনেতা আরও বলেন, "প্রাক্তন হতে গেলে কী লাগে? দেখা হলে, কথা হলে তো স্মৃতি চারন হবেই। কষ্ট, অভিমান এবং মানিয়ে নিতে না পারা, এই বিষয়গুলো খুব সাময়িক জীবনের সঙ্গে। দুটো মানুষ একসঙ্গে থাকতে শুরু করলে, অনেক কিছু বোঝা যায়। তখন সম্পর্ক ভাঙলেও কিন্তু শেখাটা একই থাকে। তাই, এই সম্পর্কগুলো ফেলে দেওয়া যায় না। খুব বেশি কী হয়? প্রাক্তন কে চুমু খাওয়া যায় না। কিন্তু সেই ভাবটা থেকেই যায়।"
প্রাক্তন, ইকার সঙ্গেও তাঁর সম্পর্ক যথেষ্ট ভাল। করোনা মহামারীর সময় তাঁদের বিচ্ছেদ হয়। কিন্তু, তারপরেও বন্ধুত্ব থামেনি। প্রসঙ্গত, পরম বিয়ে করেন গতবছর ২৭শে নভেম্বর।