Advertisment

Parambrata Chatterjee: রাজনীতি পুরো সার্কাস..! পরমব্রত প্রকাশ্যে বললেন, 'সভ্যতা-সময়জ্ঞান নেই..'

Parambrata Chatterjee news: অভিনয়ের পাশাপাশি এবার তাঁকে দেখা যাবে রাজনীতির মঞ্চে? পরমব্রত বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
parambrata chatterjee, politics, loksabha 2024

Parambrata- রাজনীতিতে আসছেন পরম? ছবি-ইনস্টা

বর্তমান পরিস্থিতির হিসেব নিকেষ যা বলছে, তাতে এটুকু পরিষ্কার রাজনীতির ময়দানে অনেক কিছু বদলে যেতে চলেছে। পরমব্রত চট্টোপাধ্যায় নাকি যোগ দিতে চলেছেন রাজনীতিতে! খবর এমনই টলিপাড়ার অন্দরে।

Advertisment

বিয়ে করে এমনিই নজরে ছিলেন তিনি। অনুপমের প্রাক্তন স্ত্রীকে পিয়াকে বিয়ে করেই তিনি বেশিরভাগের রোষানলে পড়েন। কিন্তু, বর্তমানে নাকি রাজনীতির সঙ্গে জুড়তে চলেছেন। একদিকে, যখন টলিউডের বেশিরভাগ রয়েছেন রাজনীতির মঞ্চে, তখন তিনিই বা বাদ যান কেন। হিরণ, দেব কিংবা মিমি - টিকিট পাচ্ছেন সকলেই। কিন্তু পরমব্রতর ঘটনা কি সত্যিই?

অভিনেতা নিজের জীবন নিয়ে বরাবরই ঠোঁটকাটা। এবার রাজনীতির মঞ্চে তাঁর আগমন প্রসঙ্গেই বললেন, "রাজনীতিতে এখন বিরক্তিকর পরিস্থিতি। এই মুহূর্তে ডান বাম, কোনও ভাবনা চিন্তা মেনে কেউ রাজনীতি করে না। ছোটবেলায় অনেককেই দল বদল করতে দেখেছি। কিন্তু, তাতে সময়জ্ঞান, সভ্যতা থাকত। এখন বিষয়টা ইনস্ট্যান্ট নুডলসের মত। দেশের রাজনীতি এখন সার্কাস। মঞ্চে দেখলে ভাল লাগে, কিন্তু রাজনীতি দেখে বিরক্ত হই।"

আরও পড়ুন - Parambrata Chatterjee: ‘চুমু খাওয়াটা হয়তো বা…’, আজও ‘প্রাক্তন’ স্বস্তিকা-ইকাদের নেশায় বুঁদ পরমব্রত! কিন্তু কেন?

দেশের রাজনীতিতে তরুণ প্রজন্মের অনেক হাত আছে। কথায় বলে তারাই নাকি রাজনীতি এবং গদি সামলাতে পারেন। তাঁর থেকেও বড় কথা, কটাক্ষ করেই অভিনেতা দাবি করেন, এখন এমন রাজনীতির পেছনে অনেক কারণ আছে। হয়তো, রাজনীতিবিদরা চান যে তরুণ প্রজন্ম বিরক্ত হোক। তিনি রাজনীতি করেন না বলে বোঝেন না এমনটা কিন্তু নয়।

কিন্তু, প্রস্তাবনা গিয়েছে কী? অভিনেতা নিজের সিদ্ধান্তে বেশ অবিচল। তিনি এও জানিয়েছেন, গতবার এসেছিল। কিন্তু, এতটাই তিনি সিদ্ধান্তে অবিচল ছিলেন যে পরে আর আসেনি। তাই হয়তো এবারও আসবে না।

tollywood parambarata chatterjee Entertainment News
Advertisment