২০১৯ সালেই শোনা গিয়েছিল যে, পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) আবারও বাংলাদেশি সিনেমায় অভিনয় করতে চলেছেন। পরিচালক তথা সাংবাদিক শবনম ফিরদৌসের পরিচালনায় ‘আজব কারখানা’ ছবিতে অভিনয় করেছেন পরমব্রত। যে ছবি এবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালেও (KIFF) দেখানোর কথা ছিল। তবে বাদ সাধল অতিমারী। চলচ্চিত্র উৎসব বাতিল হয়ে যাওয়ায় সেই ছবিও দেখতে পেলেন না বাংলার সিনেপ্রেমীরা। শনিবার ‘আজব কারখানা'র পোস্টার প্রকাশ্যে আনলেন অভিনেতা।
Advertisment
সেই পোস্টারেই আদ্যোপান্ত রকস্টারের অবতারে দেখা গেল পরমব্রত চট্টোপাধ্যায়কে। অনুরাগীমহলে তো হইচই! কেউ কেউ আবার অভিনেতাকে আয়ূব বাচ্চুর নবীন বয়সের চেহারার সঙ্গেও তুলনা করলেন। পরমব্রতর কথায়, "বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকগান ও রকগানের মেলবন্ধনের গল্প বলবে আজব কারখানা।"
মাথা ভর্তি ঝাঁকড়া চুল। চোখে রোদচশমা। পুরোদস্তুর রকস্টারের ভূমিকায় এক বেঞ্চে বসে রয়েছেন পরমব্রত। তাঁর বিপরীতে দেখা গেল একজন বাংলাদেশি লোকশিল্পীকে। হারমোনিয়াম নিয়ে মুখোমুখি বসে রয়েছেন তিনি।
‘আজব কারখানা’য় পরমব্রতর চরিত্রটা খানিক ভিন্ন স্বাদের। বিবাহ বিচ্ছেদের পর এক টেলিভিশন শোয়ের সঞ্চালক হিসেবে যোগ দেন তিনি। এরপরই বদলে যায় তাঁর জীবন। রকস্টার রাজীব গ্রাম বাংলার বাউল শিল্পীদের সংস্পর্শে এসে নিজের জীবনের নতুন অর্থ খুঁজতে শুরু করে।
কীভাবে? সেই গল্পই বলবে শবনম ফিরদৌসের আজব কারখানা। উল্লেখ্য, এর আগেও ‘শনিবার বিকেল’, 'ভুবনমাঝি’ ও ‘ভয়ঙ্কর সুন্দর’এর মতো বাংলাদেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন