'বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক!', BJP'র হারে দিলীপকে কটাক্ষ পরমব্রতর, 'সায়' স্বস্তিকার

"নিজেই কখন রগড়ে যাবেন, বুঝতে পারবেন না", দিলীপ ঘোষকে মোক্ষম আক্রমণ সৃজিতেরও।

"নিজেই কখন রগড়ে যাবেন, বুঝতে পারবেন না", দিলীপ ঘোষকে মোক্ষম আক্রমণ সৃজিতেরও।

author-image
IE Bangla Web Desk
New Update
parambrata

টুথপেস্টের টিউব থেকে একবার বেরনো পেস্ট, মুখের কথা কখনও ফেরানো যায় না! প্রবাদবাক্য আমজনতার কাছে বহুল পরিচিত! শব্দের ধারে এযাবৎকাল মান-যশ খুইয়েছেন অনেকেই। বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) ক্ষেত্রেও তা খাটে বটে! বারবার বিতর্কিত মন্তব্য করে শিরোনামে থাকা তাঁর প্রায় রোজকার স্বভাব। রাজনীতি-সচেতন শিল্পীদের রগড়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন দিলীপ। এবার একুশের ভোটে (West Bengal Assembly Election 2021) বিজেপির (BJP) বিধ্বংসী হারের পর সেই মন্তব্য নিয়ে ফের মহাবিপাকে পড়লেন তিনি। রাজ্য বিজেপির সভাপতিকে কটাক্ষ করে পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) মন্তব্য, "আজ তাহলে বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক!"

Advertisment

পরমব্রতর এমন বিদ্রুপ-ভরা মন্তব্যে সায় দিয়ে সহকর্মী অভিনেত্রী স্বস্তিকাও (Swastika Mukherjee) বলছেন, "হ্যাঁ হোক হোক!" দিলীপের রগড়ানি মন্তব্যের সূত্রপাত আসলে 'নিজেদের মতে নিজেদের গান' থেকেই। ফ্যাসিস্ট-তন্ত্রের বিরুদ্ধে যে গান বেঁধে গেরুয়া শিবিরের কটাক্ষের শিকার হয়েছিলেন অনির্বান ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋদ্ধি সেন-সহ আরও অনেকে। সেই প্রেক্ষিতেই দিলীপ ঘোষ বলেছিলেন, "শিল্পীদের বলছি আপনারা গান গান, নাচুন। ওটা আপনাদের শোভা পায়। রাজনীতিটা আমাদের করতে দিন। নাহলে রগড়ে দেব। আর শিল্পীরা জানেন, আমি কীভাবে রগড়াই।" রাজ্য বিজেপি সভাপতির সেই মন্তব্যেরই যোগ্য জবাব ছুঁড়ে দিলেন পরমব্রত ২মে বিজেপির বিধ্বংসী হারের পর। বললেন, আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক। পাশাপাশি অভিনেতার কুর্নিশ বাংলাবাসীকে- "বেঁচে থাকুক রাজ্যবাসী। দীর্ঘজীবী হোক বাংলার মানব সমাজ। মানুষ আবারও প্রমাণ করে দিল, স্বাধীনতা কতখানি গুরুত্বপূর্ণ।"

ছাড়লেন না পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও (Srijit Mukherji)। 'ঘোষ ব্রাদার্স' রুদ্র-দিলীপকে 'রগড়ানি' দিলেন তিনিও। 'ভিঞ্চি দা' সিনেমায় রুদ্রনীল ঘোষের এক দৃশ্যের মিম শেয়ার করেছেন তিনি। যাতে লেখা- "অন্যকে রগড়াতে গিয়ে নিজেই কখন রগড়ে যাবেন, আপনি ধরতে পারবেন না।" পাশাপাশি এই অতিমারী সংকটে মিম শেয়ার করার জন্য পরিচালক অবশ্য ক্ষমাও চেয়ে নিয়েছেন।

bjp dilip ghosh Swastika Mukherjee Srijit Mukherji Parambrata Chatterjee West Bengal Assembly Election 2021