Advertisment
Presenting Partner
Desktop GIF

বিয়ে থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক, অকপট পরমব্রত

সম্প্রতি তাঁর বিয়ের কথাও শোনা গিয়েছে। শোনা গিয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক তৈরি করবেন। এদিন 'সাগরদ্বীপে যকের ধন' নিয়ে আড্ডায় পাওয়া গেল অভিনেতাকে।

author-image
IE Bangla Web Desk
New Update
ক্রাইম রিপোর্টারের ভূমিকায় পরমব্রত চট্টোপাধ্যায়

পরমব্রত চট্টোপাধ্যায়। ফোটো- পরমব্রতর ফেসবুক

পরমব্রত চট্টোপাধ্যায়, টলিউডের মোস্ট হ্যান্ডসম ব্যাচেলর। সম্প্রতি তাঁর বিয়ের কথাও শোনা গিয়েছে। শোনা গিয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক তৈরি করবেন। এদিন 'সাগরদ্বীপে যকের ধন' নিয়ে আড্ডায় পাওয়া গেল অভিনেতাকে। সুতরাং, কৌতুহলের নিবারণ করার চেষ্টা তো করতেই হল।

Advertisment

পরমব্রত চট্টোপাধ্যায় কতটা ব্যস্ত?

ব্যস্ত থাকার জন্যই কাজ করা। আপাতত অভিনয়, পরের ছবির চিত্রনাট্য, প্রযোজনা সংস্থার আগামী দিনগুলোর পরিকল্পনা করা এবং সাগরদ্বীপে যকের ধন -এর প্রমোশন সবটা মিলিয়ে একটু ব্যস্ত তো বটেই।

'বনি'-র কাজ কতদূর?

সময় লাগবে। সিজির কাজ বাকি রয়েছে। আরও দু-তিন মাস তো লাগবেই।

সামনে কোনও ওয়েব সিরিজ করছেন?

লন্ডনে যে সিরিজটা করেছিলাম শরতে আজ, তারই দ্বিতীয় সিজন করছি। রোড শো এন্টারটেইমেন্টের ব্যানারে বিরসা দাশগুপ্তর পরিচালনায় নতুন সিরিজ 'মাফিয়া'র কাজ সদ্য শেষ হয়েছে। কালী সিজন টু-র (পরিচালক অরিত্র এবং অভিমন্যু) শুটিং শেষ। দুটো সিজিরই বাংলা ও হিন্দিতে তৈরি হয়েছে। বেশ কয়েকটা বড় প্রজেক্টের কথা চলছে।

আরও পড়ুন, ‘বেদের মেয়ে জ্যোৎস্না’-তে অর্কজ্যোতি, ধারাবাহিকে আসছে নতুন মোড়

এত কাজের কথা বললেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিকের কথা বললেন না তো!

(হাসি) ওটা এখনই বলছি না। যথাসময়ে বলব। আসলে কাজটা এত গুরুত্বপূর্ণ, সেনসেটিভ এবং আদরের একটা কাজ। তাই পুরোটা তৈরি না হয়ে কিছু বলতে চাইছি না। যখন বলব সম্পূর্ণটা বলতে চাইব।

আপনার তো দম ফেলার সময় নেই, তবু তো বিয়ের কথা শোনা যাচ্ছে।

ভাবুন! বিষয়টা কতটা ভিত্তিহীন। চূড়ান্ত বেসলেস।

sagardwipey jawker dhan বাঁ দিক থেকে পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী এবং পরিচালক সায়ন্তন ঘোষাল। ফোটো- ফেসবুক

আরও পড়ুন, বন্ধ ব্যোমকেশ সিরিজের কাজ, ওয়েবে কপিরাইট নিয়ে বিতর্ক

বর্তমান অশান্ত সামাজিক ও রাজনৈতিক পরিবেশ থেকে ছোটদের দূরে রাখতে সিনেমা কতটা জরুরি?

দেখুন ছোটদের ছবির কথা যদি বলতে হয় জ্ঞান দেওয়ার মতো করে নয় সাবলীলভাবে বলতে হবে। যেগুলো পড়ে আমরা বড় হয়েছি যেমন- ঠাকুমার ঝুলি, ইশপের গল্প, আরব্য রজনী এবং পরবর্তীতে আশাপূর্ণা দেবী, লীলা মজুমদার, সত্যজিৎ রায়, জাফর ইকবাল- সেগুলো আমাদের অবচেতনে কিছু শিক্ষা দিয়েছে, এটা চলে যাচ্ছে। সুতরাং, চাইব যাই তৈরি হোক তা যেন অনাবিল আনন্দ দেয় এবং অলক্ষ্যে কিছু শিখিয়ে যায়।

সাগরদ্বীপে যকের ধন, প্রফেসর শঙ্কু -এর মতো ছবি, যেখানে শেখানো হয় গুপ্তধন আসলে শিক্ষা। জানতে চাওয়ার আগ্রহই তো সব।

ব্যোমকেশ- নিয়ে কেমন প্রতিক্রিয়া পেয়েছেন?

খুব ভাল। অল্প বাজেটের ছবি ছিল, কম প্রমোশনও হয়েছিল। পুজোয় যদিও বাকি তিনটে ছবির তুলনায় কম ব্যবসা করেছে। তবে মানুষ হইহই করে দেখেছে। পরের ছবি সেই কারণেই ঘোষণা করা। দুর্গ রহস্য- বড় স্কেলে তৈরি হবে।

আরও পড়ুন, আজই বিয়ে করছেন সৃজিত, মিথিলার সঙ্গে জীবনের নতুন ইনিংসের সূচনা

'সাগরদ্বীপে যকের ধন' দর্শক কেন দেখবেন?

নির্মল আনন্দ বলে একটা কথা আছে। সেটার একটা আলাদা মজা আছে। সবাই মিলে হলে গিয়ে দেখা, আর এটা সব বয়সের দর্শকের জন্য বলেই আমার ধারনা।

tollywood parambarata chatterjee Bengali Actor
Advertisment