মঙ্গলবার রাতেই রাজ-শুভশ্রীর (Raj-Subhashree) করোনা আক্রন্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ইন্ডাস্ট্রির আরেক অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) কোভিড (Covid-19) রিপোর্ট পজিটিভ আসার খবর প্রকাশ্যে এল। বুধবার পরমব্রত নিজেই জানালেন এই দুঃসংবাদ! তবে অভিনেতার কোভিডে কাবু হওয়ার খবর প্রকাশ্যে আসতেই শোরগোল সিনেদুনিয়ায়। কারণ, মঙ্গলবার পরমব্রত চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের বৈঠকে।
KIFF-এর সেই বৈঠকে পরমব্রতর পাশাপাশি উপস্থিত ছিলেন অরিন্দম শীল, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী প্রমুখ। সেই বৈঠকের একদিন না কাটতেই অভিনেতার কোভিড রিপোর্ট পজিটিভ আসে। গত মাসের অর্থাৎ ডিসেম্বরের শেষ সপ্তাহে মুম্বইতে ছিলেন পরমব্রত। তখনই মৃদু উপসর্গ দেখা দিলে কোভিড টেস্ট করান। তবে তখন রিপোর্ট নেগেটিভ আসায়, ৩০ তারিখ কলকাতা ফিরে আসেন। জানুয়ারির ২ তারিখে শরীরে কোনওরকম উপসর্গ ছিল না। সুস্থই ছিলেন। এরপরই ফিল্ম ফেস্টিভ্যালের বৈঠকে যোগ দেন অভিনেতা। তবে ফের রুটিন টেস্ট করাতে গিয়ে বিপত্তি!
<আরও পড়ুন: ভুয়ো খবর! করোনায় আক্রান্ত নন দেব, সাফ জানালেন তারকা-সাংসদ>
পরমব্রত জানান, "সোমবার রুটিন টেস্ট করালে কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তিনদিন বাদে আবার কোভিড পরীক্ষা করাব। সবাইকে জানাব কী হয়। বিগত কয়েকদিনে যাঁরাই আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা সবাই কোভিড টেস্ট করিয়ে নেবেন দয়া করে।"
উল্লেখ্য, গত কয়েক দিনের রিপোর্টের নীরিখে, কলকাতায় করোনা (Covid Cases in Kolkata) সংক্রমণ ছাড়িয়েছে প্রায় ১০ গুণের বেশি। বড়দিন কিংবা বর্ষবরণের রাতের ভিড়কেই সংক্রমণের এহেন বাড়বাড়ন্তের নেপথ্যে দায়ী করা হচ্ছে। কোভিড থাবা বসিয়েছে তারকাদের শরীরেও। বলিউডে যেমন নিত্যদিন একের পর এক তারকার করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসছে, করোনার তৃতীয় কোপ থেকে বাদ যায়নি বাংলা বিনোদন ইন্ডাস্ট্রিও। সৃজিত, পার্ণো, শ্রীজাতর পর এবার কোভিড থাবা বসাল টলিউডের তারকাদম্পতি রাজ-শুভশ্রীর শরীরেও।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন