Advertisment

চিকিৎসা কি শুধুই কারবার? বলবে 'ডক্টর বক্সী' পরমব্রত

পরমব্রত চট্টোপাধ্যায়ের নয়া ছবি তুলে ধরবে ডাক্তারি পেশার এক অন্য দিকের কথা।

author-image
IE Bangla Web Desk
New Update
Parambrata Chatterjee

ডাক্তারি পেশা নিয়ে বিভিন্ন সময়েই নানা নেতিবাচক দিক উঠে এসেছে। সেই প্রেক্ষিতেই বারবার প্রশ্ন উঠেছে যে, চিকিৎসা কি শুধুমাত্রই কারবার? সংশ্লিষ্ট পেশার সঙ্গে যুক্ত একশ্রেণীর নানা কর্মকাণ্ডের জেরেই এমন কৌতূহল একাধিকবার উঁকি মেরেছে সাধারণ মানুষের মনে। সেই প্রেক্ষাপটেই এমন চিকিৎসকদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে 'ডক্টর বক্সী'। যার কাছে ডাক্তারি পেশা শুধুমাত্র কারবার নয়, মানুষের জীবন বাঁচানোর প্রতিশ্রুতি রক্ষাও। এরকমই এক বিষয়বস্তু নিয়ে তৈরি হচ্ছে সপ্তাশ্ব বসুর আগামী ছবি। যেখানে মূল ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে (Parambrata Chatterjee)।

Advertisment

মেডিক্যাল থ্রিলার ঘরানার সিনেমা ‘ডক্টর বক্সী’। চিকিৎসকের ভূমিকায় ধরা দেবেন পরমব্রত। কানাঘুষো শোনা যাচ্ছিল, এবার সিলমোহর বসালেন পরিচালক খোদ। আর সিনেমায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) রয়েছেন সূত্রধরের ভূমিকায়। উল্লেখ্য, মা হওয়ার পর পরিচালক সপ্তাশ্ব বসুর (Saptaswa Basu) ফ্রেমেই সিনেপর্দায় ফিরছেন শুভশ্রী। ‘ডক্টর বক্সী’তে এক বিশেষ চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।

‘জতুগৃহ’র শুটিং শেষ। আপাতত আগামী ছবির কাজে মনোনিবেশ করেছেন পরিচালক। তাঁর নতুন ছবি ‘ডক্টর বক্সী’র (Doctor Bakshi) শুটের জন্য রেকিতে ব্যস্ত সপ্তাশ্ব। পরিচালককে ফোনে ধরা হলে সেখান থেকেই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি জানান, "পুরোদমে প্রি-প্রোডাকশনের কাজ চলছে। পুজোর পর থেকে শুরু হচ্ছে শুটিং। প্রথম শিডিউলে পরমব্রত চট্টোপাধ্যায়ের সিংহভাগ অংশের শুট হবে। পরে যোগ দেবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।" সিনেমার আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বনি সেনগুপ্ত। প্রসঙ্গত, ‘জতুগৃহ’র পর আবারও পরিচালক সপ্তাশ্ব বসুর ‘ডক্টর বক্সী’র টিমে থাকছেন পরমব্রত ও বনি।

<আরও পড়ুন: মালদ্বীপে হট অবতারে রাজ-শুভশ্রী, স্বস্তিকা-ঋতাভরী, ইমন-রোশনদের মজার কমেন্ট>

তা সিনেমার গল্পটা কীরকম? সপ্তাশ্ব জানালেন, "এক ট্রাভেল ব্লগারের চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। যার সোশ্যাল মিডিয়া ফলোয়ারের সংখ্যা প্রচুর। এক হোটেলে বেড়াতে গিয়ে খুনের ঘটনায় জড়িয়ে পড়ে সে। ডক্টর বক্সী তাকে সেই ঘটনা থেকে বাঁচাতে পারে কিনা? কিংবা এই খুনের ঘটনার নেপথ্যে কি কোনও চিকিৎসা সংক্রান্ত অপরাধ জড়িত? সেসব প্রশ্নের উত্তর মিলবে সিনেপর্দায়। তবে এটুকু বলতে পারি, রহস্য-রোমাঞ্চে ঠাসা গল্পের বুনোট। শুভশ্রীর চরিত্রেও শেড রয়েছে। এধরণের চরিত্রে এর আগে তাঁকে দেখা যায়নি।"

পাশাপাশি পরিচালক এও জানান যে, "বনি সেনগুপ্তকে প্রথমবার নেতিবাচক চরিত্রে দেখতে পাবেন দর্শকরা। এক জেল ফেরত আসামীর ভূমিকায় রয়েছেন তিনি।" কলকাতার শহরতলী, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় হবে শুটিং।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Subhashree Ganguly Saptaswa Basu Bonny Sengupta Parambrata Chatterjee
Advertisment