/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/parambrata.jpg)
পরমব্রতর বিয়ে...
বিয়ে নিয়ে নানা তর্কাতর্কির শেষ নেই। নাজেহাল অবস্থা পরমব্রতর। এখনও বিয়ের জল গায়ে পড়েনি অভিনেতার। ফলেই বেজায় চাপে রয়েছেন তিনি। নিজে মুখেই স্বীকার করলেন সেকথা।
ইন্ডাস্ট্রিতে, এখন ব্যাচেলর বলতে দেব-পরমব্রত। পরমের বিয়ে নিয়ে চারিদিকে নান প্রশ্ন। কেউ বলেন, তিনি বিবাহিত আবার কেউ বলেন তিনি অবিবাহিত। আবার কেউ কেউ ঘটা করে তাঁর বিএয় দিয়ে দেন। বিবাহ বিভ্রাট তাঁর জীবনে লেগেই রয়েছে। কখন যে কার সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে ধরতেই পারছেন না তিনি। প্রকাশ্যে বললেন…
আরও পড়ুন < ১৯ বছরের দাম্পত্য ভেঙে ডিভোর্স হচ্ছে নীলাঞ্জনার সঙ্গে? মুখ খুললেন যীশু >
"আমার আইডেন্টিটি ক্রাইসিস হয়ে যাচ্ছে। যে পারছে যার সঙ্গে পারছে আমার বিয়ে দিয়ে দিচ্ছে। আমি নিজেই অবাক হয়ে জাই মাঝে মাঝে। যে যা বাবা! কবে বিয়ে করলাম, কাকে করলাম আর কটা করলাম। আমার বিয়ে না করায় এতই সমস্যা যে, উঠতে-বসতে বাড়িতে বাইরে, নানা জায়গায় আমায় কথা শুনতে হচ্ছে। এটা আমার জীবনে একটা চাপ বলতে পারো।"
নাম জড়িয়েছে নানা অভিনেত্রীর সঙ্গে। কিন্তু, সেসব গুজব হাওয়ায় উড়িয়েছেন তিনি। এখনও অবধি বিয়ের নাম-গন্ধ নেই। অভিনেতার কথায়, বিয়ে মানেই চাপ। রোজ সকালে বাড়ি থেকে বেরনোর সময়, চাপ সামলাও কথাটা দেখেই কাজে যান তিনি।