/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/param.jpg)
পরম-পিয়া
বিয়ের পাঁচ ছয়মাস পেরোতে না পেরোতেই পরমব্রত এবং পিয়ার জীবনে নতুন সদস্য। বলা উচিত, পিয়ার জীবনে নতুন প্রাণ এসে গিয়েছে। যে কারণেই জীবনের রাস্তা পাল্টে গিয়েছে তাঁর।
নভেম্বর মাসে বিয়ে হয় পরম পিয়ার। অভিনেতা একদম সাদামাটা বিয়ে সারেন আইনিমতে। যদিও সেই বিয়ে নিয়ে চর্চা কম হয়নি। কিন্তু সমস্ত নেগেটিভ মন্তব্যকে দূরে সরিয়ে তাঁরা বেশ সংসার করছেন। পিয়া আসলে অনুপমের দ্বিতীয় স্ত্রী। সেই সম্পর্কের বিচ্ছেদের পরই পরম বিয়ে করেন পিয়াকে।
কিন্তু, এ-কদিনের মধ্যেই পিয়ার জীবনে নতুন কেউ। যাকে নিয়ে একদম অন্য সময় কাটাচ্ছেন তিনি। যার জন্য দূরে করেছেন সোশ্যাল মিডিয়াকে। তাঁকে বুকের মাঝে নিয়েই দিনরাত এক করছেন। শুধু তাই নয়, তাঁকে ঘুম পাড়ানো থেকে নজরে রাখা সবটাই করছেন নিজের দায়িত্বে।
আর এই নতুন প্রানকে নিয়ে পিয়া দু চার লাইন লিখলেন সোশ্যাল মিডিয়ায়। সেই নতুন প্রাণটি আসলে একটি বিড়াল ছানা। যাকে নিজের অফিস থেকে কুড়িয়ে পেয়েছেন তিনি। পিয়া লিখলেন.. "আমি খুব আনন্দের সঙ্গে সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরেছি। কারণ আমার জীবন একটা ছোট্ট প্রাণ অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। এই ছোট্ট প্রাণটি একটি বিড়াল। সে আমার দিনরাত সব এক করে দিয়েছে। ওকে অফিসের বাইরে থেকে পেলাম। ও খুব নরম, খুব পিওর।
উল্লেখ্য, পরম এবং পিয়ার বিয়ের কিছুমাস পরেই অনুপম বিয়ে করেন। প্রশ্মীতার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। যদিও সেই বিষয় নিয়ে জলঘোলা হয়নি। একদিকে, পরম এখন ব্যস্ত শুটিংয়ে। বাংলাদেশ থেকে ঘুরে এসে গুজরাটের গরমে শুটিং করছেন তিনি।