/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/swastika.jpg)
পরমের বিয়ে প্রসঙ্গে স্বস্তিকা ( Parambrata- Swastika )
প্রেম তুমি কার? সেইকথা আজও পরিষ্কারভাবে বলা সম্ভব নয়। জীবনের কোমল অধ্যায়ে লুকিয়ে থাকা এমন এক অনুভূতি এটি, যেটা সহজেই নষ্ট হয় না। স্বস্তিকা মুখোপাধ্যায়ের ( Swastika Mukherjee ) সঙ্গে পরম ( Parambrata Chatterjee ) এবং সৃজিতের ( Srijit Mukherjee ) সম্পর্ক নিয়ে নানা জলঘোলা হয়েছে শেষ কিছুদিনে। তবে, স্বস্তিকা আজও বেশ অন্যরকম।
অভিনেত্রী বরাবরই বেশ ঠোঁটকাটা! নিজের প্রসঙ্গে নানা মন্তব্য করতে তিনি ভালবাসেন। বিশেষ করে পরমের বিয়ের পর স্বস্তিকার সঙ্গে নানা সম্পর্ককে টেনে নিদারুণ সমালোচনা হয়। যদিও, এই নিয়ে স্বস্তিকা জানিয়েছিলেন, পিয়া অনুপমের দ্বিতীয় স্ত্রী! ওকে নিয়ে ট্রোল হল না কেন? আর এবার, পরমের সঙ্গে ঘনিষ্ঠতার কথা নিজেই জানালেন অভিনেত্রী।
কিছুদিন আগেই, পরমব্রত সৃজিত এবং স্বস্তিকার বেশ সুন্দর বন্ধুত্ব চোখে পড়ে সকলের। দুজনের পোশাক ঠিক করতে দেখা যায় স্বস্তিকাকে। তারপর থেকেই শুরু হয় ট্রোলিং। কিন্তু, অভিনেত্রীর কথায়, তাঁর সঙ্গে দুজনেরই বেশ ভাল বন্ধুত্ব। পুরনো খারাপ স্মৃতি আর মনে রাখতে চান না তিনি। আজ অবধি এমন হয়নি তাঁর জীবনে। সকলের সঙ্গে সময় কাটিয়ে ভাল কিছু মনে করতে চান তিনি। অভিনেত্রী বললেন, "আমি অনুষ্ঠান শেষে পরমকে জড়িয়ে বললাম ভাল থাকিস! তখনই আমায় বলল যে বাড়িতে ডাকব তোকে। আমিও হেসে বললাম, পিয়ার জন্য হলেও যাব ওর বাড়িতে। আমি পিয়াকে অনেকদিন চিনি। আর পরমব্রত কার বর হল, সেসব দেখার প্রয়োজনীয়তা নেই।"
অভিনেত্রী আরও যোগ করলেন, "খারাপ মনে রাখলে আমাদের নিজেদের ক্ষতি। তাই, ভালটাই মনে রাখার চেষ্টা করি।" অভিনেত্রী যেভাবে দুই প্রাক্তন এবং বন্ধুর সঙ্গে আনন্দে মেতেছিলেন, তাতেই শুরু হয়েছিল শোরগোল। যদিও, স্বস্তিকা নিজে সবটাই খোলসা করে দিয়েছেন।