বয়স হলেই নাকি অভিনেতারা অসুস্থ! পরাণ বন্দ্যোপাধ্যায়, নেহাতই বয়সটা কম নয়। তারপরও, নিদারুণ খেটে চলেছেন তিনি। শুধু তাই নয়, একবিন্দু কোনও অভিযোগ নেই। শেষ কিছুদিন ধরে পরান-দাকে নিয়ে নানা তর্ক বিতর্ক.. কারণ?
'আবার প্রলয়ে'র রিলিজ সামনে। বিনোদ বিহারী হিসেবে আবারও ফিরছেন তিনি। বয়সটা ঊর্ধ্বমুখী হলেও পরান বন্দ্যোপাধ্যায় নিজের কাজে অটল। গতকাল, শুরু থেকেই রাজ বলছিলেন, তাঁকে সাংবাদিক বৈঠকে বেশিক্ষণ আটকে রাখা যাবে না। কারণ, তিনি নাকি সুস্থ নেই। সেই প্রসঙ্গেই সকলের সামনে প্রথমে পরান বন্দ্যোপাধ্যায় বলেন, "আজকে আমি দেখতে চাই যে আসলেই আমি কতটা অসুস্থ! রাজ সমানে আমায় অসুস্থ বলে চলেছে"।
দিন দুয়েক আগেই খবর নাকি এমনই ছড়িয়ে পড়ে, যে পরান বন্দ্যোপাধ্যায় অসুস্থ। এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসলে তেমন কিছুই হয়নি। দিব্যি শুটিং করছেন তিনি। বলেন, "ঠান্ডা গরমে আমার সাউন্ড সিস্টেমটা একটু গন্ডগোল করছিল। আর অমনি রটে গেল, আমি নাকি গুরুতর অসুস্থ। এখানেই শেষ নয়। বর্ষীয়ান অভিনেতা জানালেন, তাঁকে নাকি পরপর ফোন করা হয়, যে কেমন আর কোথায় আছেন তিনি। এবং সকলকে ফোনে একটি জবাবই দিয়েছেন। মোটেই হাসপাতালে নেই, বরং সুস্থ রয়েছেন তিনি।
আরও পড়ুন < ‘তোমায় নিয়ে খেলা হবে..’, ফের একবার প্রলয় আসার আগেই পরিচালক রাজের মন্তব্য… >
আবার প্রলয়ের বৈঠকেও বিরাট স্টারকাস্টকে সঙ্গে নিয়েই হাজির হয়েছিলেন রাজ চক্রবর্তী। বেশ কিছুসময় ছিলেন পরান বন্দ্যোপাধ্যায়। সেখানেই, শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, "আসলে আমাদের বয়স হয়েছে তো। তাই, সবাই ভাবে, এ অসুস্থ হবেই আর হাসপাতালে যাবেই।" এমনকি সেখানে তাঁর কাছে একটি প্রশ্ন গেল.. এখন কেমন আছেন? তাতে পরাণ বাবু বললেন, "এই যে কেমনটা শুনলাম, আমার কানে শব্দটা এল এখন কেন আছেন...? ম টা শুনতেই পেলাম না।
সকলের সঙ্গে পাল্লা দিয়ে শুটিং করেছেন। সুন্দরবন থেকে সর্বত্র, কোনও ক্লান্তি নেই তাঁর। যদিও, শুরুর দিকে রাজকে বলেছিলেন, "যা করার আমায় নিয়ে কলকাতায় করো। বাইরে যেতে পারব না।"