/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/paran-banerjee.jpg)
কৃষ্ণচন্দ্র অগমবাগীশের ভূমিকায় রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
উইচ ক্রাফ্ট অর্থাৎ তন্ত্রসাধনার পীঠস্থান বলা চলে বাংলাকে। প্যারানরম্যাল অ্যাক্টিভিটি, ব্ল্যাকম্যাজিক, পূর্ণজন্ম কত কী জড়িয়ে রয়েছে এর সঙ্গে। যদিও এর সত্যতা বা বিজ্ঞানে ভর করে কাজ করেন না জ্যোতিষিরা। সত্যির অবগত করতে চাননা সাধারণ মানুষকে, আর এখান থেকে হারাচ্ছে দুয়ের মধ্যেকার সমতা। এই তন্ত্রসাধানার বিজ্ঞানকেই সামনে আনার চেষ্টায় পরিচালক রাজর্ষি দে। ছবির নাম 'পূর্ব পশ্চিম দক্ষিণ, উত্তর আসবেই'। অভীক সরকারের বেস্ট সেলার ছোট গল্পের বই ‘এবং ইনকুইজিশন’-এর তিনটি গল্পের ওপর তৈরি হচ্ছে এই ছবি। কলকাতার আনাচে কানাচে পুরোদমে চলছে এই ছবির শুটিং।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/gourab-chakrabarty.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/ranjan-palit.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/shooting.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/rajarshi-dey.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/ishika-dey.jpg)
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/gourav-2.jpg)
তিনটি নেতিবাচক চরিত্রে রাজেশ শর্মা, আরিয়ান ভৌমিক ও ঈশিকা দে। গৌরব চক্রবর্তী, বিদীপ্তা দাশগুপ্ত, পদ্মনাভ দাশগুপ্ত, দামিনী বসুরাও রয়েছেন এই ছবিতে। সুচন্দ্রা ভানিয়া এই ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে। এমনকি পূর্ব পশ্চিম দক্ষিণের প্রযোজকও তিনি। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল প্রথমবার বড়পর্দায় আসছেন মানবী বন্দ্যোপাধ্যায়। অনেকদিন পর পর্দায় দেখা যাবে রুদ্রপ্রসাদ সেনগুপ্তকেও। তবে এখন চলছে ছবিকে পর্দায় আনার প্রস্তুতি, চলছে শুটিং।