আঘাত-অবজ্ঞা-অবহেলা…! প্রতিশোধের আগুন বিক্রমের চোখে, পাশে থাকেলন দেব

'রক্ত ঝড়বে...', ওদের মসিহা হয়ে এলেন বিক্রম, পাশে দাঁড়ালেন দেব - অঙ্কুশ

'রক্ত ঝড়বে...', ওদের মসিহা হয়ে এলেন বিক্রম, পাশে দাঁড়ালেন দেব - অঙ্কুশ

author-image
Anurupa Chakraborty
New Update
Pariah Bengali film teaser based on street dogs cruelty Vikram Chatterjee tollywood

নতুন ছবিতে চমকপ্রপদ বিক্রম

'ওদের যত রক্ত ঝরেছে, ঠিক ততটাই এবার তোমাদের ঝড়বে...', চারপেয়ে অবলা প্রাণীদের জাস্টিস দিতে আসছেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee )। পারিয়া ( Pariah ) নিয়ে অনেকের অনেক প্রশ্ন ছিল। সেই উত্তর আগেই দিয়েছেন তিনি।

Advertisment

আর আজ, টিজার রিলিজ করে তিনি জানিয়ে দিলেন মনুষত্বের এক ভিন্ন দিক ঠিক যেমন হতে পারে। অভিনেতা নিজের ছবির মধ্যে দিয়ে এই সমাজে হওয়া চারপেয়েদের প্রতি নৃশংসতার অবসানের এক বিরাট রক্তাক্ত দিক ফুটিয়ে তুলেছেন। যাদের বাড়ির দরজায় খেতে দিলে আপত্তি। যাদের আপত্তি সেই শব্দহীন প্রাণীদের পাড়ায় গলিতে বাস করা নিয়ে, তাদের এক ভয়ঙ্কর অধ্যায় কেমন হওয়া উচিত সেই গল্পই বলবে এই ছবি।

পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের ছবি এটি। তিনি বরাবরই কুকুরপ্রেমী। তাই তো, তাদের যে অবহেলা যে কষ্ট সহ্য করতে হয় সেটাই ভাবতে ভাবতে তিনি এক ছবির সৃষ্টি করেছেন। বিক্রমের এই ছবি বহু প্রতীক্ষিত। কারণ, অবলা চারপেয়েদের এই সমাজে কীভাবে বেঁচে থাকতে হয়, সেটাই জানাবে এই ছবি। আর এমন গরম ইস্যু নিয়ে যখন ছবি তৈরি হবে টলিউডে, তখন তাঁর পাশে অন্যরা থাকবেন না সেটা হতে পারে না।

Advertisment

আরও পড়ুন - রামমন্দির নিয়ে ধ্যাস্টামো! নচিকেতার মন্তব্যে রুদ্রর প্রশ্ন, ‘রাজ্য সরকারের করুণা পেয়েছেন?’

বিক্রমের এই রোমহর্ষক ছবির টিজার দেখে আপ্লুত অন্যান্য তারকারা। দেব থেকে অঙ্কুশ, সাধুবাদ জানালেন তাঁকে। ছবির ট্রেলার শেয়ার করে দেব ( Dev ) লিখলেন, আমার ভাই বিক্রমের ছবি পারিয়ার টিজার। আশা করছি, সকলের ভাল লাগবে। অন্যদিকে, অঙ্কুশ বিক্রমের বেশ ভাল বন্ধু। দুজনে একে অপরের সঙ্গে থাকেন নানা সুখে দুঃখে। বিক্রমের উদ্দেশ্যে তিনি লিখলেন... এই ছবির জন্য ও যে অক্লান্ত পরিশ্রম করেছে সেটা চোখের সামনে দেখা। সাফল্য কামনা করি তোর। সবসময় আমি তোর সাফল্যকে আমার নিজের বলে ভেবে এসেছি।

উল্লেখ্য, পথপ্রাণীদের নিয়ে বাংলায় এমন সিনেমা প্রায় নেই বললেই চলে। দীর্ঘদিন ধরে, এই ছবির প্ল্যানিং চলছে। ছবিতে বিক্রম ছাড়াও রয়েছেন, শ্রীলেখা মিত্র, অঙ্গণা রায়, অম্বরিশ ভট্টাচার্য এবং প্রমুখ। ছবি রিলিজ করছে ৯ই ফেব্রুয়ারি।

bollywood tollywood Dev Vikram Chatterjee Entertainment News