Advertisment
Presenting Partner
Desktop GIF

অনলাইনে ফাঁস রাজ চক্রবর্তীর 'পরিণীতা'

 ছবি মুক্তি পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে ছবি ফাঁস হওয়ায় তা প্রভাব বক্সঅফিসের অঙ্কে পড়বে বলেই ধারণা করা যায়। ঘটনায় আশাহত টিম 'পরিণীতা'। 

author-image
IE Bangla Web Desk
New Update
parineeta

পাইরেসির খপ্পরে 'পরিণীতা'।

কুখ্যাত পাইরেসি ওয়েব সাইট তামিলরকার্সের দৌরাত্ম্য যদিও এখনও ছুঁতে পারেনি বাংলা ছবিকে। কিন্তু তাতেও পাইরেসির ঝামেলা থেকে রক্ষা পাচ্ছেনা টলিউড। মুক্তির দু'দিনের মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে গেল রাজ চক্রবর্তীর ছবি 'পরিণীতা'। তবে শুধু যে ইউটিউবে লিক হয়েছে এই ছবি তা নয়, টোরেন্টেও মিলছে 'পরিণীতা'-র লিঙ্ক।

Advertisment

তবে এই কীর্তি যে কোনও দর্শকের বলেই ঠাওর করা হচ্ছে। মোবাইলে রেকর্ড করেই ইউটিউবে আপলোড করা হয়েছে ছবিটি। যদিও তার কোয়ালিটি বেশ খারাপ। ঘটনায় আশাহত টিম 'পরিণীতা'। ছবি মুক্তি পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে ছবি ফাঁস হওয়ায় তা প্রভাব বক্সঅফিসের অঙ্কে পড়বে বলেই ধারণা করা যায়।

আরও পড়ুন, যুক্তিবোধ এবং আবেগের অসম মিশেল ‘পরিণীতা’

'পরিণীতা' নিয়ে বেশ উত্তেজনা তৈরি হয়েছিল ছবির ট্রেলার সামনে আসার পর থেকেই। শুভশ্রীর স্ক্রিন প্রেজেন্সের ঝলক মন কেড়েছিল দর্শকদের। হলে ছবিটা আসার পর থেকে হাউসফুল হচ্ছে প্রায় প্রতিটা শো। সেখানে ছবির ফাঁস হয়ে যাওয়াটা নিঃসন্দেহে খারাপ খবর। তবে ইতিমধ্যেই সাইবার বিভাগে অভিযোগ দায়ের করেছেন পরিচালক। আশা করা যায় এই সমস্যার দ্রুত নিষ্পত্তি হবে।

প্রসঙ্গত, পাইরেসি আটকানো অত্যন্ত কঠিন কাজ হওয়ায় আইন থাকা সত্ত্বেও বারংবার এ ঘটনা ঘটছে। ১৯৫৭ সালের কপিরাইট আইন সারা দেশেই প্রযোজ্য। এই আইন অনুযায়ী, কেউ প্রথমবারের জন্য অপরাধী সাব্যস্ত হলে ৬ মাস থেকে তিন বছরের জন্য কারাবাস হতে পারে। জরিমানা হতে পারে ৫০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত। কিন্তু তাতেও আটকানো যাচ্ছেনা পাইরেসির দৌরাত্ম্য।

Subhasree Ganguly Bengali Cinema
Advertisment