/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/PRADEEP.jpg)
৬৭ বছর বয়সে বলিউডকে আলবিদা জানিয়ে তারাদের দেশে পাড়ি দিলেন বিখ্যাত বাঙালি পরিচালক প্রদীপ সরকার।
বলিউডে নক্ষত্রপতন! প্রয়াত হলেন 'পরিণীতা'র পরিচালক প্রদীপ সরকার। প্রয়াত শোকে বিহ্বল সিনে ইন্ডাস্ট্রি। প্রয়াত বলিউডের বিখ্যাত পরিচালক প্রদীপ সরকার। দুঃখজনক মৃত্যুর খবর শেয়ার করেছেন তার দীর্ঘদিনের বন্ধু এবং চলচ্চিত্র পরিচালক হানসাল মেহতা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গভীর রাতে হাসপাতালে ভর্তি করা হয় পরিণীতা'র পরিচালক প্রদীপ সরকারকে।
প্রয়াত বলিউডের 'বাঙালি পরিচালক' প্রদীপ সরকার। বয়স হয়েছিল ৬৭ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকাই প্রয়াত 'পরিণীতা'র পরিচালক। টুইটারে শুক্রবার সকালে এই মর্মান্তিক খবর শেয়ার করেন পরিচালক হনসল মেহতা। তিনি লেখেন, ‘প্রদীপ সরকার দাদা…. শান্তিতে ঘুমিও’।
Pradeep Sarkar. Dada. RIP. pic.twitter.com/htxK4PiTLN
— Hansal Mehta (@mehtahansal) March 24, 2023
৬৭ বছর বয়সে বলিউডকে আলবিদা জানিয়ে তারাদের দেশে পাড়ি দিলেন বিখ্যাত বাঙালি পরিচালক প্রদীপ সরকার। সাইফ আলী খান ও বিদ্যা বালানের ছবি পরিণীতা দিয়েই ক্যারিয়ার শুরু করেন তিনি। তাঁর বন্ধু হংসল মেহতা এই তথ্য জানিয়েছেন।
আজ শুক্রবার ভোর সাড়ে তিনটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী এই চলচ্চিত্র পরিচালক।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তার ডায়ালাইসিস চলছিল পাশাপাশি শরীরে পটাসিয়ামের মাত্রা কমে গিয়েছিল। পরিচালকের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। অভিনেতা মনোজ বাজপেয়ী প্রদীপ সরকারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। শোকপ্রকাশ করেছেন অভিনেতা অজয় দেবগন সহ একঝাঁক কলাকুশলী।
The news of Pradeep Sarkar’s demise, ‘Dada’ to some of us is still hard to digest.
My deepest condolences 💐. My prayers are with the departed and his family. RIP Dada 🙏— Ajay Devgn (@ajaydevgn) March 24, 2023
২০০৫ সালে প্রদীপ সরকার 'পরিণীতা' নির্দেশনার মাধ্যমে পরিচালনার জগতে পা রাখেন। ২০০৭ সালে 'লাগা চুনারি মে দাগ', ২০১০ সালের 'লাফাঙ্গে পারিন্দে', ২০১৪ সালের মর্দানি এবং ২০১৮ সালের ছবি হেলিকপ্টার ইলা সফলভাবে পরিচালনা করেন। ওয়েব সিরিজের জগতেও সক্রিয় ছিলেন তিনি। ফরবিডেন লাভ ও দুরঙ্গার মতো ওয়েব সিরিজও পরিচালনা করেছেন তিনি।
প্রদীপ তাঁর 'উজ্জ্বল' কাজের জন্য অনেক পুরস্কারে ভূষিতও হয়েছেন। তিনি ফিল্মফেয়ার পুরস্কার এবং জি সিনে পুরস্কারে সম্মানিত হয়েছেন। এছাড়াও তিনি সেরা নবাগত চলচ্চিত্রের জন্য 'ইন্দিরা গান্ধী পুরস্কারে' ভূষিত হন। প্রদীপের মৃত্যুতে শোকাহত সিনে ইন্ডাস্ট্রি। পরিচালনা মাধ্যমে তাঁর কাজ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে দর্শক হৃদয়ে।