Advertisment

পিছিয়ে গেল 'পরিণীতা'-র মুক্তির দিন

ঋত্বিক চক্রবর্তী ও শুভশ্রীর বড়পর্দায় রসায়ন নিয়ে হুল্লোড় পড়েছে ইতিমধ্যেই। এবারে প্রকাশ্যে এল ছবির তৃতীয় পোস্টার এবং সেই সঙ্গে জানা গেল পিছিয়ে গিয়েছে 'পরিণীতা'- মুক্তি দিন।

author-image
IE Bangla Web Desk
New Update
parineeta

'পরিণীতা'-র তৃতীয় পোস্টার।

বাবাইদা আর মেহুলের প্রেমকাহিনি নিয়ে পর্দায় আসছেন রাজ চক্রবর্তী। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির প্রথম গান 'তোমাকে'। ঋত্বিক চক্রবর্তী ও শুভশ্রীর বড়পর্দায় রসায়ন নিয়ে হুল্লোড় পড়েছে ইতিমধ্যেই। এবারে প্রকাশ্যে এল ছবির তৃতীয় পোস্টার এবং সেই সঙ্গে জানা গেল পিছিয়ে গিয়েছে 'পরিণীতা'- মুক্তি দিন। ৬ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে 'পরিণীতা'।

Advertisment

এ ছবির সঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোনও যোগ নেই। নিজের মতো চিত্রনাট্য সাজিয়েছেন রাজ। মেহুল ও তার বাবাইদাকে কেন্দ্র করেই এগিয়েছে ছবির গল্প। মেহুল স্কুলে পড়ে, বাবাইদাকে একটু অন্য চোখেও দেখে। জানলা দিয়ে একমনে বাবাইদের বাড়ির দিকে তাকিয়ে থাকে। বলা যেতে পারে মেহুলের ক্রাশ বাবাই দা।

আরও পড়ুন, ‘বর্ণপরিচয়’, প্রথম থ্রিলার নিয়ে কথা বললেন মৈনাক

সেকথা বলে ওঠার আগেই ঘটে অঘটন। আত্মহত্যা করেন বাবাইদা। তারপর? এখানেই পর্দায় দেখা পাওয়া যায় অত্রীর। কিন্তু আপাতত বাবইদার মৃত্যু  রহস্যই থেকে গিয়েছে। আগামিতেই খুলবে সে জট। ‘পরিণীতা’, আদ্যপান্ত প্রেমের ছবি। অগাস্টে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। কিন্তু তা পিছিয়ে সেপ্টেম্বরে নিয়ে গেলেন রাজ।

রাজ চক্রবর্তীর প্রোডাকশন হাউসের ব্যানারে তৈরি এই ছবির পরিচালক রাজ চক্রবর্তী। শুভশ্রী-ঋত্বিক ছাড়াও ছবিতে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী, আদৃত, লাবনী সরকার। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। ক্যামেরায় মানস গঙ্গোপাধ্যায়। অর্কপ্রভ মুখোপাধ্যায়ের মিউজিক থাকবে ‘পরিণীতা’য়।

tollywood Bengali Cinema Subhasree Ganguly
Advertisment