Advertisment
Presenting Partner
Desktop GIF

দুদিন পর আশীর্বাদ, পরিণীতিকে এয়ারপোর্টে আনতে পৌঁছলেন রাঘব, হেসে গড়ালেন অভিনেত্রী!

কবে ঠিক হয়েছে বিয়ের তারিখ?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
raghav chadha, parineeti chopra, parinetti raghav engagement, raghav parineeti engagement, raghav chadha marriage, parineeti chopra wedding

রাঘব-পরীর বিয়ে

পরিণীতি রাঘবের বিয়ে। এখন বলিউডে শুধু এই একটি বিষয়েই চর্চা। অবশেষে গাঁটছড়া বাঁধতে চলেছেন দুজনে। তার আগেই আশীর্বাদ এবং রিং সেরেমনি। দিল্লি পৌঁছেছেন দুজনে। তারপর?

Advertisment

দীর্ঘদিন রাখঢাক করেও লাভ হয়নি। মাঝেমধ্যে তাঁদের একসঙ্গে দেখা গেলেও মুখ খোলেন নি প্রথম দিকে। তবে, সেদিন আইপিএল এর ময়দানে দুজনকে একসঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখেই কারওর বুঝতে অসুবিধা হয় নি সানাই বাজল বলে। মে মাসের ১৩ তারিখ, তাদের আশীর্বাদের দিন ঠিক হয়েছে। তাঁর আগেই নিজেদের জায়গায় পৌঁছলেন দুজনে।

বিমানবন্দরে নামতেই ঘরে ধরলেন পাপারাজ্জিরা। আর তাদেরকে দেখেই মুচকি হাসছেন, দুজনে। ক্রমাগতই সকলকে ধন্যবাদ বলতে লাগলেন পরী। তবে, থামার নয় পাপারাজ্জিরাও। সোজা জিজ্ঞেস করলেন, বিয়েতে ডাকছেন তো আমাদের? পরীর পরনে লাল পোশাক, অন্যদিকে রাঘব বরাবরের মতই পড়েছেন কালো ফরমাল পোশাক। দুজনেই বেশ খুশি। একদিকে, লজ্জাও পাচ্ছেন তারা। এরইমধ্যে আওয়াজ ওঠে, দাদা বৌদি আপনাদের অনেক শুভেচ্ছা। শোনামাত্রই হেসে দিলেন দুজনে।

মুম্বাইয়ে একটি রেস্তোরাতে খাবার খেতে গিয়েছিলেন দুজনে। সেই থেকেই গুঞ্জন, প্রেম করছেন দুজনে? তারপর থেকেই আর রেহাই নেই। নানা জায়গায় দেখা গিয়েছে দুজনকে। কখনও রটেছে তাদের এনগেজমেন্ট সম্পন্ন, আবার কখনও রটেছে সামনেই বিয়ে। তবে, কিছুদিন আগেই আইপিএল দেখতে গিয়ে প্রকাশ্যে রাঘবের কাঁধে মাথা রেখেছিলেন পরী। তারপর থেকেই জল্পনায় সিলমোহর। এদিকে দিল্লি আসতেই, তাঁকে এয়ারপোর্টে আনতে গিয়েছিলেন রাঘব।

উল্লেখ্য, আবারও বিগ ফ্যাট ওয়েডিং বলিউডে। বোনের বিয়েতে আসতে পারেন প্রিয়াঙ্কা চোপড়া নিজেও। তাছাড়া তারকা উপস্থিতি তো নিশ্চিত।

bollywood Entertainment News
Advertisment