/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/parineeti.jpg)
পরীকে নিয়ে চর্চা!
বিয়ের তারিখ পাকা হতেই স্বর্ণমন্দিরে পৌঁছেছিলেন পরিণীতি এবং রাঘব চাড্ডা। সেখানেই তাঁদের দেখা গেল সেবা করতে, কিন্তু তাতেও চটলেন অনেকে। কিন্তু কেন?
এমনিতেই, পরিণীতি সকলের ভালবাসার পাত্রী। তাঁর আশীর্বাদের পর থেকেই আরও বেশি পরেই চর্চায় তিনি। বিশেষ করে, রাজনীতিবিদের সঙ্গে জুড়তেই তাঁকে নিয়ে শোরগোল তুঙ্গে। এবার, দুজনেই একসঙ্গে গিয়েছিলেন স্বর্ণমন্দিরে। সেখানে ভক্তি ভরে প্রার্থনা করার পর দুজনে একসঙ্গে সেবা দিলেন। যদিও, স্বর্ণমন্দিরে সেবা দেওয়ার ঘটনা নতুন নয়। অনেকেই আছেন, যারা মন ভাল রাখতে একাজ করেন।
অনেকেই, নিজের মনের ইচ্ছে পূরণ হলেও স্বর্ণমন্দিরে যান সেবা দিতে। তারকাদের মধ্যেও এমন অনেকেই রয়েছেন যারা সেখানে খাবার পরিবেশন থেকে জুতো পালিশ সবকিছুই নিজে হাতে করেন। কিন্তু রাঘব এবং পরিণীতি এই ভাল কাজ করলেও রোষানলে পড়েছেন অনুরাগীদের। ক্যমেরার সামনে কিসের সেবা? সেবা করলে লোকজনকে দেখানোর কী আছে?
আরও পড়ুন < ভারত রক্ষণশীল, ‘প্যান্ট খুলে প্রকাশ্যে…’ খোলা মঞ্চে মাথা হেট সলমনের! রাগের চোটে… >
স্বর্ণমন্দিরের হেঁসেলে বাসন মাজছেন পরিণীতি। আর পাঁচজনের সঙ্গে দাঁড়িয়ে খুব সাধারণ আচরণ করছেন তিনি। শুধু তাই নয়, সাবান জলে গুলে বাসন মাজতে মাজতে সকলের সঙ্গে কথাও বলছেন আর কাজও করছেন। কিন্তু, ক্যামেরা কেন? লোকদেখানো নিয়েই আপত্তি তুলেছেন নেটপাড়ার দর্শকরা। তারকা বলে কি ক্যামেরা ছাড়া চলতে পারে না?
বেশিরভাগের প্রশ্ন এমনই, রোজ ১০০০ লোক এই সেবা দেন। পরিণীতি কী করল যে সেটা ভিডিও করতে হবে। আবার কেউ বললেন, চারপাশে ক্যমেরার ছড়াছড়ি! এটাকে সেবা বলে না। আবার কেউ বললেন, মানুষ তো..তাই এই কাজ করছে এটা নিয়ে পাবলিসিটি করার কী আছে? কিন্তু অনেকেই আবার সঙ্গ দিয়েছেন পরিণীতিকে। তাঁদের কথায়, অভিনেত্রী নিজে ডেকেছেন তাঁর প্রমাণ কী? আবার কেউ বললেন, চারপাশের মানুষরাও তো করতে পারেন এই কাজ?