scorecardresearch

রাজনীতি থেকে পরিণীতি? ‘কোলে তুলে নিন..’, হাসি ধরছে না রাঘব-পরিণীতির!

দুজনের আশীর্বাদের পর থেকেই চর্চা তুঙ্গে

raghav chadda, parineeti chopra, raghav-parineeti engagement, raghav aap, parineeti bollywood, entertainment news, bollywood udate, bolly news, news update, indian express entertianment news, indian express news, রণবীর কাপুর, রণবীর আলিয়া, আলিয়া ভাট
রাঘব-পরিণীতি

রাজনীতি থেকে পরিণীতি? সোশ্যাল মিডিয়ায় রাঘব এবং পরিণীতির বাগদান নিয়ে চর্চার শেষ নেই। তার সঙ্গে রয়েছে নানা মন্তব্য। যেমন? রাঘব এবং পরিণীতি সেদিন বাগদানের পর বাইরে আসতেই…

একজন অভিনেত্রী অন্যজন রাজনীতির মানুষ। ফলেই তাঁদের নিয়ে আলোচনা লেগেই রয়েছে। এর আগেও রাঘব বিতর্ক এড়াতে বলেছিলেন, আমায় পরিণীতির খবর জিজ্ঞেস করবেন না, রাজনীতির করুন। কিন্তু তা বললে কি হয়? এমনকি রাজনীতির মঞ্চেও রাঘবের প্রেমের বিষয় নিয়ে কম চর্চা হয় নি। তবে, পাপারাজ্জিদের ধারেকাছে কেউ নেই। সেদিন বাগদানের পর সকলের সখে কুশল বিনিময় করতেই বাইরে আসেন পরিণীতি এবং রাঘব তারপর?

এমন কিছু ঘটল যে নিজেরাই হেসে গড়ালেন তাঁরা। পাপারাজ্জিদের কেউ বলছেন, রাঘব ভাই বৌদিকে কোলে তুলুন। আবার কেউ বলছেন, একা একা নয়, বরং একসঙ্গে ছবি তুলুন। আবার কারওর কথায় রাজনীতি থেকে পরিণীতি হয়ে গেল তো দাদা? আর এসব শুনেই হাসি থামছে না আর তাদের।

যদিও বা, এই জুটিকে ভালবাসা জানিয়েছেন অনেকেই। কেউ বললেন, ভীষণ সুন্দর জুটি। উল্লেখ্য, রাঘব এবং পরিণীতির বিয়েতে উপস্থিত ছিলেন অনেকেই। ধর্মীয় লিডার থেকে রাজনীতির নামকরা অনেকেই এসেছিলেন।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Parineeti chopra and raghav engagement paps loved their pair