Jabariya Jodi movie cast: সিদ্ধার্থ মালহোত্র, পরিণীতি চোপড়া, জাভেদ জাফরি, অপারশক্তি খুরানা, চন্দন রায় সান্যাল, সঞ্জয় মিশ্র, শিবা চাড্ডা, শরদ কাপুর, নীরজ সুদ
Jabariya Jodi director: প্রশান্ত সিং
Jabariya Jodi Rating: ১/৫
Jabariya Jodi movie review: বিহারে বিয়ের জন্য যে পাত্র অপহরণ চলে, তা বলিউডে নতুন বিষয় নয়। কিন্তু 'জবরিয়া জোড়ি' হলো প্রথম ছবি, যেখানে প্রথম সারির তারকাদের নিয়ে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে একটি গল্প বলা হয়েছে। সিদ্ধার্থ মালহোত্রা, পরিণীতি চোপড়া এবং একগুচ্ছ প্রতিভাবান অভিনেতাদের আনা হয়েছে এক ছাতার তলায়। কিন্তু ছবির প্রথম থেকে শেষ পর্যন্ত বিশ্বাসযোগ্যতার কণামাত্র নেই। তার ফলে যা দাঁড়ায়, তা হলো একটি তালকানা, মনোরঞ্জনহীন, দীর্ঘায়িত জগাখিচুড়ি যা দর্শকদের বসে বসে দেখতে হবে।
আরও পড়ুন: জাতীয় পুরস্কারে সম্মানিত ‘এক যে ছিল রাজা’, ‘কেদারা’, ‘তারিখ’
অভয় সিং (সিদ্ধার্থ মালহোত্রা) স্থানীয় এক 'দাদা'-র ছেলে তথা ডান হাত, যে দাদার ছত্রছায়ায় রয়েছে বড়সড় এক গুন্ডাবাহিনী। তাদের প্রধান কাজ হলো পাত্রীপক্ষের বরাতে পাত্রদের অপহরণের ব্যবস্থাপনা করা। একাজে যথাসম্ভব টাকা ওড়ে স্বাভাবিকভাবেই। সবকিছু ঠিকঠাক চলছিল, যতক্ষণ না অভয়ের ছোটবেলার প্রেম বাবলি ঢুকে পড়ে এই ঘনচক্করে।
দর্শকের প্রথম থেকেই যেটা চোখে লাগবে তা হল মাটির কাছাকাছি থাকা একটি বিহারী চরিত্রের পক্ষে সিদ্ধার্থ মালহোত্রাকে একটু বেশিই পরিশীলিত লাগে। অন্যদিকে পাটনার মতো একটি শহরের তুলনায় একটু বেশিই উচ্চকিত পোশাক পরে প্রায় পুরনো কাসুন্দির গল্পে আটকা পড়েছেন পরিণীতি। ২০১৪ সালের ছবি 'হাসি তো ফাসি'-তে এই জুটি বেশ ভালই ছিল। যদিও চিত্রনাট্য লেখাই হয়েছিল ওই দুজনকে মাথায় রেখে। এই নতুন ছবিতে দুজনকে যেন দেওয়ালে চুনকাম করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা, কী বললেন সৃজিত-চূর্ণী-ইন্দ্রদীপ?
ছবি যত এগোয় ততই তাল কাটে। এটা কোনও সদর্থক সোশাল ড্রামা নাকি রোমান্টিক কমেডি নাকি অ্যাকশন ফিল্ম, তা মোটেই ঠাওর করা যায় না। কয়েক দশক ধরে একই কাজ করে চলেছে যারা, হঠাৎ করে রাতারাতি কীভাবে পাল্টে যায় অপহরণকাণ্ড নিয়ে তাদের মনোভাব, তা বোধগম্য নয়। এমনকী অপহরণ দলের যে মাথা, হতভাগ্য সেই জাভেদ জাফরি-কেও শেষে 'জবরিয়া' (জবরদস্তি) বিয়ের খারাপ দিক নিয়ে লম্বাচওড়া ভাষণ দিতে শোনা যায়!
গোটা ছবিতে যে দুজন অভিনেতা বাকিদের ছাপিয়ে যান তাঁরা হলেন চন্দন রায় সান্যাল এবং অপারশক্তি খুরানা। চরিত্রগুলো খুবই বস্তাপচা, কিন্তু এঁরা দুজনেই নিজেদের অভিনয়গুণে এক একটি দৃশ্যের উত্তরণ ঘটিয়েছেন। বলিউডে এঁদের আরও কাজ দেওয়া যায় না কি? এই দুজনই ছবির আসল জবরিয়া জোড়ি, যাঁদের জন্য অন্তত ছবিটা বসে দেখা যায়। বাকিটা শুধুই সময় ও প্রতিভার অপচয়।
Read the full review in English