scorecardresearch

হ্যান্ডসাম সাংসদের সঙ্গে প্রেম করছেন পরিণীতি? রেস্তরাঁয় একসঙ্গে দেখতে পেয়ে দুয়ে-দুয়ে চার!

আশীর্বাদ হয়ে গেছে নাকি? সামনেই বিয়ে পরিণীতির?

parineeti chopra, parineeti chopra bollywood, parineeti chopra relationship, parineeti chopra marriage, parineeti chopra getting married, parineeti chopra bolly news, parineeti chopra update news
প্রেম করছেন পরী?

বলিউডে একের পর এক ছবি করলেও তথাকথিত সুপারহিট ছবির সংখ্যা তাঁর খুবই কম। দিদি প্রিয়াঙ্কার সূত্রেই বলিউডের সঙ্গে যোগাযোগ পরিণীতি চোপড়ার। তারপরেও, সেইভাবে নিজের পা জমাতে পারেন নি। এবার কানাঘুষো খবর, নাকি রাজ্যসভার সাংসদের সঙ্গে প্রেম করছেন তিনি? তাহলে কি সিনেমা ছেড়ে রাজনীতি!

পেশায় চার্টার্ড অ্যাকউন্ট্যান্ট, কিন্তু রাজনীতির সঙ্গে সক্রিয় যোগ AAP এর রাঘব চাড্ডার। তাঁর সঙ্গেই নাকি প্রেম করছেন পরিণীতি! শুধু তাই নয়, তাঁদের নাকি। রোকা পর্যন্ত হয়ে গেছে। একসঙ্গে একাধিকবার দেখা গিয়েছে তাঁদের। কখনও রেস্তোরা আবার কখনও পরিবারের সঙ্গে। দুজনকে মাঝেমধ্যেই এদিক ওদিক দেখেই বাঁকা চোখে দেখছেন নেটিজেনরা। তাঁদের কথায়, হচ্ছেটা কী?

রেস্টুরেন্ট থেকে শুধু একসঙ্গে বেরোলেন না এমনটা নয়, বরং একই গাড়িতে ফিরলেন তাঁরা। দুজনেই খুব সাবলীল। রাঘব পাপারাজ্জিদের থেকে দূরে সরে গেলেও পরী হাসিমুখে দাঁড়িয়ে পোজ দিলেন। এখানেই শেষ নয়। দুজনে এখনও পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও, রাঘব এর উত্তরে কী বললেন? রাজ্যসভার কনিষ্ঠতম সাংসদের কথায়, আমায় রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতিকে নিয়ে নয়। যদিও বা সম্পূর্ন কথা বলার সময় দিব্য হাসছিলেন তিনি।

এরইমধ্যে দুজনকে সন্ধেবেলা একটি আলিশান বাংলোয় প্রবেশ করতে দেখেও গুজগুজ ফিসফিস! তাহলে কি বিয়ের প্ল্যানিং তৈরি? দুজনের পরনেই সাদা রঙের পোশাক। সমাজমাধ্যমে এখন তাঁদের নিয়ে একটাই আলোচনা, কিছু তো হচ্ছে!

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Parineeti chopra in a relationship with rajyasabha mp