গাটবন্ধন সম্পন্ন! বিবাহ সম্পূর্ন রাগনীতির। চার হাত এক হয়ে গেল পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডার। পরিবার এবং পরিজনকে সঙ্গে নিয়েই শুভ কাজ সারলেন তাঁরা।
Advertisment
বিয়ের আসর বসেছে উদয়পুরে। সেখানে কড়া নিরাপত্তা। ফোনে আটকানো স্টিকার। একবিন্দু নড়চড় করার জায়গা নেই। সেখানে উপস্থিত রয়েছেন পরিণীতির কাছের মানুষের অনেকেই। সানিয়া মির্জা থেকে প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া এবং বেশ কিছু কাছের বন্ধু। অন্যদিকে, বলিউডের বাইরে উপস্থিত রয়েছেন রাঘবের রাজনৈতিক পর্শোদরা।
গিয়েছেন আদিত্য ঠাকরে, গিয়েছেন কেজরিওয়াল। জলযান করে বরাতি পৌঁছেছিল পরিণীতিকে নিতে। সাদা ফুল, একদম স্বল্প ডেকোরেশন, সেজে উঠেছে উদয়পুর প্যালেস। এমনকি সঙ্গীত এর সাজেও একদম তামঝাম নয়। বরং হালকা পোশাকে দেখা গিয়েছিল তাঁকে।
কেমন লাগছে তাঁদেরকে দেখতে?
বিয়ের ছবি প্রকাশ্যে না এলেও, তাঁদের রিসেপশনের ছবি ভাইরাল হচ্ছে ঝড়ের গতিতে। পরনে গোলাপি রঙের শাড়ি, হাল্কা সাজ-সিঁদুরে নতুন বউ পরীকে দিব্যি লাগছে। অন্যদিকে, কালো সুট পরেছেন রাঘব।